বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছিলেন এটাই (দ্বাদশ আসর) তার শেষ বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে কতদিন খেলবেন সে বিষয়ে কোন মন্তব্য করেননি। তবে এবার বিশ্বকাপ চলাকালীন দলের কথা চিন্তা করে নিজের ভবিষ্যতের কথা জানিয়ে দিলেন মাশরাফি।
বাংলাদেশ ক্রিকেট দলের সফল এ অধিনায়ক বিশ্বকাপের পরও আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে মাশরাফি বলেন, ‘এটিই আমার শেষ বিশ্বকাপ, তবে বিশ্বকাপের পরও ওয়ানডেতে খেলে যাব।’
তিনি বলেন, ‘হ্যাঁ, এটাই আমার শেষ বিশ্বকাপ। তবে টুর্নামেন্ট শেষে আমি অবসর নিচ্ছি না। আর এখনো টুর্নামেন্ট চলছে। এ মুহূর্তে আমি অবসরের ব্যাপারে কিছু ভাবছিও না। ওটা খুব কঠিন একটা সময়। মানুষ অবসর নেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়ে। বিশ্বকাপের মধ্যে ও রকম কিছু করতেও চাই না। তাতে পুরো দলের মনোযোগ নষ্ট হবে। খেলোয়াড়েরা যা’ই করবে, বলবে -এটা আমার জন্য করছে বা করতে চায়। এটা চাচ্ছি না। আমি চাই বিশ্বকাপটা সবাই নিজের মতো করে খেলুক। এখানে অন্য কিছু না আসুক।’
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে অবসর নিয়ে ভেবে দেখবেন বলে জানান মাশরাফি। বলেন, ‘যদি বোর্ডের পক্ষ থেকে কোনো নির্দেশনা থাকে, তবে আমি সেটি নিয়ে ভাববো।’
এদিকে অবসর বিষয়ে মাশরাফির যেকোনো সিদ্ধান্তকে সম্মান জানাবে বলে জানিয়েছেন বিসিবির বোর্ড পরিচালক জালাল ইউনুস।
তিনি বলেন, ‘সে দারুনভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে। আমরা এখন এ বিষয় নিয়ে ভাবছি না। সিদ্ধান্ত তার ওপর। সে কি খেলা চালিয়ে যাবে, দলকে নেতৃত্ব দেবে, নাকি দেবে না, আমরা বল তার কোর্টেই ঠেলে দিয়েছি।’