দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে ২০৩ রানে অলআউট শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২৮ জুন ২০১৯
দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে ২০৩ রানে অলআউট শ্রীলঙ্কা

দক্ষিণ আফ্রিকার বোলারদের দুর্দান্ত নৈপুণে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০৩ রানেই অলআউট হয়েছে শ্রীলঙ্কা। ফলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার এখন লক্ষ্য ২০৪ রান।

নিয়মরক্ষার ম্যাচে খেলতে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় প্রোটিয়ারা। ইনিংসের প্রথম বলেই শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নেকে শূন্য হাতে বিদায় দেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ফলে শুরুতেই বড় ধরনের ধাক্কা খায় শ্রীলঙ্কা।

তবে এ ধাক্কা দ্রুতই কাটিয়ে ওঠে শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা ভুলিয়ে দেন শ্রীলঙ্কার আরেক ওপেনার উইকেটরক্ষক কুশল পেরেরা ও তিন নম্বরে নামা আবিস্কা ফার্নান্দো। দক্ষিণ আফ্রিকার বোলারদের বিপক্ষে মারমুখী ব্যাট চালান পেরেরা ও ফার্নান্দো। ফলে শূন্য রানে প্রথম উইকেট হারিয়েও ৯ ওভারে ৫৭ রান পেয়ে যায় শ্রীলঙ্কা।

দশম ওভারে পেরেরা-ফার্নান্দোর পথে বাধা হয়ে দাঁড়ান দক্ষিণ আফ্রিকার ডান-হাতি পেসার ডোয়াইন প্রিটোরিয়াস। ফার্নান্দোকে ৩০ রানে থামিয়ে দেন তিনি। পরের ওভারেই পেরেরাকেও বিদায় দেন প্রিটোরিয়াস। ফলে ৫ রানের ব্যবধানে উইকেটে সেট হয়ে থাকা পেরেরা ও ফার্নান্দোকে হারায় শ্রীলঙ্কা। দু’জনই ৪টি করে চারের সহায়তায় ৩০ রান করে করেন। তবে পেরেরা ৩৪ ও ফার্নান্দো ২৯ বল মোকাবেলা করেন।

৭২ রানে তৃতীয় উইকেট হারানোর পর শ্রীলঙ্কাকে খেলায় ফেরানোর চেষ্টা করেন কুশল মেন্ডিস ও সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। তবে দলের জন্য একত্রে বেশি রান যোগ করতে পারেননি তারা। ১১ রানে থাকা ম্যাথুজকে বিদায় দেন দক্ষিণ আফ্রিকার আরেক পেসার ক্রিস মরিস। ১টি চারে ২৯ বলে ১১ রান করেন ম্যাথুজ।

ম্যাথুজের সাথে ২৮ রান যোগ করা মেন্ডিস খেলছিলেন ধীরলয়ে। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামলাতে বেশ হিমশিম খাচ্ছিলেন তিনি। তবে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন মেন্ডিস। আবারও দক্ষিণ আফ্রিকার হয়ে উইকেট শিকারে মেতে উঠেন প্রিটোরিয়াস। ২টি চারে ৫১ বলে ২৩ রান করা মেন্ডিসকে দলীয় ১১১ রানে আউট করেন প্রিটোরিয়াস।

কিছুক্ষণবাদে শ্রীলঙ্কার মিডল-অর্ডারের আরেক ভরসা ধনঞ্জয়া ডি সিলভাকে বোল্ড করে শ্রীলঙ্কার ষষ্ঠ উইকেটের পতন ঘটনার দক্ষিণ আফ্রিকার অফ-স্পিনার জেপি ডুমিনি। ডি সিলভাও রান তুলেছেন ধীর গতিতে। ২টি চারে ৪১ বলে ২৪ রান করেন তিনি। এ অবস্থায় দেড়শ’র নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে শ্রীলঙ্কা।

তবে শ্রীলঙ্কাকে অল্প রানে গুটিয়ে যাওয়ার লজ্জা থেকে রক্ষা করেন জীবন মেন্ডিস ও থিসারা পেরেরা। সপ্তম উইকেটে ২৮ রান যোগ করেন তারা। জীবন ১৮ রানে ফিরলেও বোলার ইসুরু উদানাকে নিয়ে ২১ রানের জুটি গড়েন পেরেরা। ফলে সম্মানজনক স্কোরের পথ পায় শ্রীলঙ্কা। দলীয় ১৮৪ রানে থিসারা নামের পাশে ২১ রান রেখে ফিরলে লঙ্কানদের ২শ' স্কোর করার স্বপ্ন ভঙ্গ হয়।

শেষ দিকে শ্রীলঙ্কার টেল-এন্ডাররা স্কোর ২শ অতিক্রম করান। উদানার ১৭, সুরাঙ্গা লাকমলের অপরাজিত ৫ ও লাসিথ মালিঙ্গার ৪ রানে ২শ পেরিয়ে অলআউট হয় শ্রীলঙ্কা।

৩ বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে ২০৩ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার মরিস-প্রিটোরিয়াস ৩টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ২০৩/১০, ৪৯.৩ ওভার (কুশল পেরেরা ৩০, ফার্নান্দো ৩০, ডি সিলভা ২৪, কুশল মেন্ডিস ২৩, প্রিটোরিয়াস ৩/২৫, মরিস ৩/৪৬)।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সেমিফাইনাল যে সমীকরণে আবদ্ধ

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সেমিফাইনাল যে সমীকরণে আবদ্ধ

ভারতের বিপক্ষে জয়ের ফর্মুলা বাতালেন সৌম্য

ভারতের বিপক্ষে জয়ের ফর্মুলা বাতালেন সৌম্য

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এখনো চূড়ান্ত নয়

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এখনো চূড়ান্ত নয়

সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ

সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ