সাকিব-তামিমদের মতো হয়তো তিনি মাঠে খেলেন না। তাও ক্রিকেটের সুবাধে তিনি একজন তারকা। তিনি ক্রিকেটারদের সমর্থন যোগান গ্যালারি থেকে। আর ভিন্ন সাজে গ্যালারিতে উপস্থিত হয়েই আলোচনায় আসেন মিলন।
তবে, এবারের বিশ্বকাপে যেতে না পেরে হতাশায় মুষড়ে পড়েছিলেন দেশের ক্রিকেটের ‘বাঘ’ খ্যাত দুই আইকনিক সমর্থক টাইগার মিলন ও টাইগার শোয়েব। শোয়েবের সেই হতাশা এখনো রয়ে গেলেও সুখবর পেয়েছেন মিলন। ইংল্যান্ডের ভিসা হাতে পাওয়ায় মাঠে বসে টাইগারদের দ্বাদশ বিশ্বকাপে সমর্থন দেওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে তার।
টাইগার মিলনের ভিসা পাওয়ার সুখবর নিজেই ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি এক ফেসবুক পোস্টে জানান, ‘টাইগার মিলনের ভিসা হয়েছে। সে তার হুংকার দিতে লন্ডন রওনা হচ্ছে!’
তবে মিলন ভিসা পেলেও এখনো কোনো সুখবর মেলেনি টাইগার শোয়েবের। মিলনের মতই বাঘ সেজে টাইগারদের অকুণ্ঠ সমর্থন যোগাতে অভ্যস্ত শোয়েব শেষ পর্যন্ত ভিসা পাবেন কি না এ নিয়েও আছে শঙ্কা। কেননা বিশ্বকাপ ইতিমধ্যে শেষের প্রহর গোণা আরম্ভ করে দিয়েছে।
তার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, আরেক টাইগারকে (শোয়েব) গতকাল (বুধবার) আবার আবেদন করিয়েছি, দেখা যাক।