বিশ্বকাপের ৩৩তম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ফলে প্রথমে ফিল্ডিং করছে পাকিস্তান।
টুর্নামেন্টে এ পর্যন্ত নিজেদের ছয় ম্যাচ পাঁচ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান। দশ জাতির এ টুর্নামেন্টের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জয়ের কোন বিকল্প নেই দলটির।
অন্যদিকে ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে এখন পর্যন্ত অপরাজিত থাকা নিউজিল্যান্ড। এ ম্যাচ জিতলে নিউজিল্যান্ডও অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবে।
পাকিস্তান একাদশ
ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, সাদাব খান, মোহাম্মদ আমির, শাহিন আফ্রিদি, ওয়াহাব রিয়াজ।
নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, জেমস নিশাম. কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, টম লাথাম।