নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেই বিশ্বকাপের চলতি আসর থেকে ছিটকে পড়বে পাকিস্তান। আর জিতলে টিকে থাকবে শেষ চারের সম্ভাবনা। অপরদিকে পাকিস্তানের সাথে জিতলে নিজেদের খাতায় দুই পয়েন্ট যোগ করে এবারের আসরে দ্বিতীয় দল হিসেবে সেমি নিশ্চিত করবে নিউজিল্যান্ড।
আজ বুধবার (২৬ জুন) এমন সমীকরণে নিয়ে মাঠে নামছে সরফরাজ আহমেদের পাকিস্তান আর কেন উইলিয়ামসনের কালো ঘোড়ার দল।
এজবাস্টনে এমন কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে বেশ শক্ত হাতে নিউজিল্যান্ড বধ হবে, এখন পর্যন্ত এমনটাই স্বপ্ন আনপ্রেডিক্টেবল পাকিস্তানের।
তবে শেষ চার নিশ্চিত করতে নিউজিল্যান্ডও ছাড় দেবে না কোনো ক্রমেই। আর এ সূত্রেই জমে উঠবে সরফরাজ আহমেদের পাকিস্তান আর কেন উইলিয়ামসনের কালো ঘোড়ার দলের মধ্যে ১১ গজের বিশ্বযুদ্ধ।
এদিকে টানা কয়েকটি হারের পর এবং বিশেষ করে ভারতের সাথে হারের পর মানসিকভাবে বেশ দুর্বল হয়ে পড়ে পাকিস্তান। তবে দ. আফ্রিকার বিপক্ষে জয়টা তাদের একটু হলেও শান্তি দিয়েছে, সামনে এগোনোর প্রত্যাশা জাগিয়েছে। সেই জায়টা থেকেই ঘুরে দাঁড়াতে চায় সরফরাজ বাহিনী।
আর শেষ দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের যেভাবে সামলেছে নিউজিল্যান্ড, তাতে শত চাপের মধ্যেও পাকিস্তানকে ছাড় দেওয়ার সম্ভাবনা খুব কম দলটির।
দুই দলের মোট ১০৬ বারের দেখায় ৫৪বার জিতে অবশ্য এগিয়ে রয়েছে পাকিস্তান। আর ৪৮বার জিতেছে নিউজিল্যান্ড। তিনটি ম্যাচের ফলাফল হয়নি ও একটি ম্যাচ টাই। আবহাওয়ার কারণে বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা এই ম্যাচে খুবই কম।
পাকিস্তান স্কোয়াড
সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আসিফ আলী, বাবর আজম, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহীন আফ্রিদী, শোয়েব মালিক, ওহাব রিয়াজ।
নিউজিল্যান্ড স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কলিন মুনরো, হেনরি নিকলস, ইশ সোধি, রস টেইলর, টম ব্লান্ডেল, কলিন ডি গ্রান্ডহোম, মার্টিন গাপটিল, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি।