বিশ্বকাপে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছ বাংলাদেশ। সাত ম্যাচের মধ্যে বৃষ্টির কারণে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বাকি ৬ ম্যাচেই উইকেট শিকারীর তালিকায় শীর্ষ দশের মধ্যে বাংলাদেশের তিনজন জায়গা করে নিয়েছেন।
চলমান বিশ্বকাপে উইকেট শিকারীর তালিকায় শীর্ষ দশের মধ্যে বাংলাদেশেরই তিনজন। ১০টি করে উইকেট নিয়ে অষ্টম থেকে দশমস্থানে রয়েছেন যথাক্রমে মোহাম্মদ সাইফউদ্দিন-সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মোস্তাফিজ ৬টি করে ম্যাচ খেললেও সাইফউদ্দিন খেলেছেন ৫টি ম্যাচ।
পাঁচ ম্যাচে সাইফউদ্দিন ৪২ ওভারে ২৮১ রান দিয়েছেন। ছয় ম্যাচে সাকিব ৫৪ ওভারে ৩০১ এবং ফিজ ৫২.১ ওভার বল করে রান দিয়েছেন ৩৫০টি।
এ তালিকায় সবার উপরে আছেন ইংল্যান্ডের জোফরা আর্চার। ৩১৪ রানে ১৬ উইকেট নিয়েছেন তিনি। ১৫ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ আমির ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।
বাংলাদেশ এখন পর্যন্ত সাত ম্যাচে ৩ জয় ও একটি পরিত্যক্তে মোট সাত পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে রয়েছে। সেমিফাইনালে যেতে হলে বাকি দুই ম্যাচে অবশ্যই জয় পেতে হবে। এরপরও অন্যান্য দলের জয়-পরাজয় হিসেব-নিকেষ করতে হবে।