চলমান বিশ্বকাপে আর খেলবেন না আন্দ্রে রাসেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩০ এএম, ২৫ জুন ২০১৯
চলমান বিশ্বকাপে আর খেলবেন না আন্দ্রে রাসেল

ছবি : ফাইল ফটো

ইনজুরির কারণে চলমান ক্রিকেট বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল। বাঁ হাটুতে ইনজুরির কারণে নাম প্রত্যাহার করায় ২০১৯ পুরুষ বিশ্বকাপে এ অলাউন্ডার আর খেলবেন না বলে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।

টুর্নামেন্টে এ পর্যন্ত দলের হয়ে চার ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছেন ৩১ বছর বয়সী রাসেল। কিন্তু হাঁটুর সমস্যার কারণে আর খেলতে পারছেন না তিনি।

রাসেলের বদলি হিসেবে ২৬ বছর বয়সী সুনিল আম্ব্রিসকে অনুমোদন দেয়া হয়েছে। আগামী ২৭ জুন ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে ম্যাচের আগে তিনি ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ দেবেন। পুরো টুর্নামেন্ট জুড়েই ইনজুরি সমস্যায় ভুগছিলেন রাসেল। টিম ম্যানেজমেন্ট তাকে মাত্র চার ম্যাচ খেলিয়েছে।

নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অসাধারণ নৈপুন্য দেখানোর পর ব্যাট বল কোন বিভাগেই আর তেমন কিছু দেখাতে পারেননি রাসেল।

তিন ইনিংসে তিনি ৩৬ রান এবং চার ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছেন।

২০১৭ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে আন্তর্জাতিক অভিষেক হওয়া আ্যম্ব্রিস এ পর্যন্ত মাত্র ছয়টি ম্যাচ খেলেছেন। গত মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিজের ক্যারিয়ার সেরা ১৪৮ রানের একটি ইনিংস খেলেছেন তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

জরিমানার কবলে শীর্ষে থাকা নিউজিল্যান্ড

জরিমানার কবলে শীর্ষে থাকা নিউজিল্যান্ড

পয়েন্ট টেবিলের পাঁচে বাংলাদেশ

পয়েন্ট টেবিলের পাঁচে বাংলাদেশ

আফগান বধে সেমির পথেই বাংলাদেশ

আফগান বধে সেমির পথেই বাংলাদেশ

ওয়ার্নারকে ছাড়িয়ে আবারও শীর্ষে সাকিব

ওয়ার্নারকে ছাড়িয়ে আবারও শীর্ষে সাকিব