ধীর গতির বোলিংয়ের দায়ে নিউজিল্যান্ডকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাওয়া রোমাঞ্চকর ম্যাচে ধীর গতির বোলিংয়ের জন্য নিউজিল্যান্ডকে এ জরিমানা তরা হয়।
আইসিসি জানায়, ম্যানচেস্টারে রোববার (২৩ জুন) অনুষ্ঠিত ম্যাচে ধীর গতির বোলিংয়ের কারণে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের ম্যাচ ফি’র ২০ শতাংশ ও দলের অন্য খেলোয়াড়দের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ে নিউজিল্যান্ড এক ওভার কম বোলিং করায় উইলিয়ামসনের দলের বিরুদ্ধে এই জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারি ডেভিড বুনের দেয়া শাস্তি অধিনায়ক মেনে নেয়ায় আর কোন শুনানীর প্রয়োজন হয়নি।
টুর্নামেন্টে আবারও একই অপরাধ করলে অধিনায়ককে নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে।
বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৫ জয়ে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড।