আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়ার ফলে পয়েন্ট টেবিলে একধাপ এগিয়ে এসেছে বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কা ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশকে টপকে পঞ্চমস্থান দখল করেছিল। এবার আবার নিজের যায়গায় ফিরে আসল টাইগাররা।
আফগানিস্তানের কাছে জয়ের পর এখন সেমি নিয়ে আশাবাদী টাইগাররা। সামনে ভারত ও পাকিস্তানের বিপক্ষে জিততে পারলেই শেষ চারে পৌঁছে যাবে লাল-সবুজের প্রতিনিধি দল।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের পর পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে যথারীতি নিউজিল্যান্ড, ৬ ম্যাচে ৫ জয় ও একটি পণ্ড ম্যাচের সাক্ষী হয়ে। সমান সংখ্যক ম্যাচ ও সমান সংখ্যক জয় পাওয়া অস্ট্রেলিয়া একটি ম্যাচে হেরে যাওয়ায় আছে দ্বিতীয় স্থানে।
৫ ম্যাচ খেলে ৪টি ম্যাচ জেতা ভারত একটি পণ্ড ম্যাচকে সাথে নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। ভারতের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ভারতের সমান জয় ও বিপরীতে দুটি পরাজয় নিয়ে ইংল্যান্ডের অবস্থান চতুর্থ স্থানে। মূলত ইংল্যান্ডের সাথেই এখন বাংলাদেশের সেমিফাইনালের মূল লড়াই।
ইংল্যান্ড ছাড়াও পঞ্চম অবস্থানে থাকা বাংলাদেশের হুমকি হয়ে উঠতে পারে শ্রীলঙ্কা ও পাকিস্তান। শেষ চারে জায়গা পেতে হলে মাশরাফি-সাকিবদের নিজেদের বাকি দুই ম্যাচে জয়ের পাশাপাশি তাই কামনা করতে হবে কাছাকাছি থাকা প্রতিপক্ষদের অনিষ্ট।