১৫ বছর পর রোজ বোলেতে বাংলাদেশ, ছিল হারের রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৬ এএম, ২৪ জুন ২০১৯
১৫ বছর পর রোজ বোলেতে বাংলাদেশ, ছিল হারের রেকর্ড

ফাইল ছবি

সাউদাম্পটনের রোজ বোলে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ১৫ বছর পর সাউদাম্পটনে আবারও খেলতে নামছে টাইগাররা। এর আগে ২০০৪ সালে একবার সাউদাম্পটনে খেলেছে বাংলাদেশ।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৩৮ রানের বড় ব্যবধানে হারের লজ্জা পায় বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছিল বাংলাদেশ।

ক্রিস গেইলের ৯৯ ও ওয়াভেল হাইন্ডসের ৮২ রানের সুবাদে ৫০ ওভারে ৩ উইকেটে ২৬৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৩১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

ওই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন রাজিন সালেহ। ১টি ওয়ানডে ছাড়া এই ভেন্যুতে কোন টেস্ট বা টি-২০ ম্যাচ খেলেনি বাংলাদেশ।

এদিকে আজকের (২৪ জুন, সোমবার) আফগানিস্তানের বিপক্ষে হলেও কোন অংশে গুরুত্ব কম দেওয়া সুযোগ নেই। কারণ, বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচে ২টি জয় এবং একটি পরিত্যক্ত ম্যাচের পয়েন্ট নিয়ে ৫ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। ফলে বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে বাকি তিনটি ম্যাচও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

এছাড়া বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে কোন ম্যাচে জয় না পাওয়া আফগানিস্তান সর্বশেষ ভারতে বিপক্ষে দুর্দান্ত খেলেছে। ফলে সেই অনুপ্রেরণা নিয়েই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তারা।



শেয়ার করুন :


আরও পড়ুন

সামনের সব ম্যাচই নক আউট বিবেচনা করছেন রোডস

সামনের সব ম্যাচই নক আউট বিবেচনা করছেন রোডস

ফেবারিট হিসেবেই আফগানদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

ফেবারিট হিসেবেই আফগানদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

আঘাত গুরুতর নয়, শঙ্কামুক্ত মিরাজ

আঘাত গুরুতর নয়, শঙ্কামুক্ত মিরাজ

সাউদাম্পটনে ঐচ্ছিক অনুশীলনে বাংলাদেশ দল

সাউদাম্পটনে ঐচ্ছিক অনুশীলনে বাংলাদেশ দল