ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের শ্বাসরুদ্ধকর জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৪ এএম, ২৩ জুন ২০১৯
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের শ্বাসরুদ্ধকর জয়

ছবি : গেটি ইমেজ

‘মৃতপ্রায়’ ম্যাচকে নিজের ব্যাটিং কারিশমায় জাগিয়ে তোলার পরও তীরে গিয়ে তরী ডোবালেন কার্লোস ব্রাথওয়েট। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে ওল্ড ট্র্যাফোর্ডে ৫ রানে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে কিউয়িরা। ফলে রাজকীয় শতরান সত্ত্বেও ‘ট্র্যাজিক হিরো’ হয়েই থাকতে হলো ব্রাথওয়েটকে।

জয় থেকে মাত্র ৬ রান দূরে দাঁড়িয়ে নিশমের বলে লং অনে বোল্টের হাতে ধরা পড়েন ব্রাথওয়েট। মুহূর্তেই অন্ধকার ঘনিয়ে আসে ক্যারিবিয়ান শিবিরে। নিজেকে যেন বিশ্বাস করতে পারছিলেন না ব্রাথওয়েট। অন্যদিকে ম্যাচ জিতেও তখন উচ্ছ্বাসে না মেতে ক্যারিবিয়ান ব্যাটসম্যানের দিকে সহানুভুতির হাত বাড়িয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন, জিমি নিশমরা।

শনিবার বিশ্বকাপের ২৯তম এবং দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথম ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ২৯২ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে গেইলের উইকেট হারানোর পর ম্যাচ থেকে ছিটতে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২৪ ওভারে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের রান ছিল তখন মাত্র ১৫২।

এরপর এভিন লুইস, কেমার রোচ, শেলডন কটরেলদের দিয়ে ব্রাথওয়েটের একক লড়াই এক কথায় বর্ণনাতীত। চলতি বিশ্বকাপে সবচেয়ে উত্তেজক ম্যাচ উপহার দিয়েছেন তিনি। একে একে উইকেট হারাতে থাকলেও ব্রাথওয়েট নিউজিল্যান্ডের বিপক্ষে একাই লড়ে গেছেন।

৪৫তম ওভারে জয় থেকে ৪৭ রান দূরে দাঁড়িয়ে নবম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে সমীকরণ বদলে ১২ বলে ৮ রানে নামিয়ে আনেন ব্রাথওয়েট। ওসানে টমাসকে সঙ্গে নিয়ে ৮০ বলে শতরান পূর্ণ করেন এ পাওয়ার হিটার। ক্যারিবিয়ান অল-রাউন্ডারের ইনিংসে ছিল ৯টি চার ও ৫টি বিশাল ছক্কার মার।

৭ বলে জয়ের জন্য যখন ৬ রান দূরে, ঠিক তখনই ছক্কা হাঁকাতে গিয়ে বিপদ ডেকে আনেন ব্রাথওয়েট। নিজের ব্যাটে জয়ের কাছে গিয়েও ভেঙে যায় সব স্বপ্ন। জয় থেকে মাত্র ৫ রান দূরে থমকে যায় ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে অধিনায়ক কেন উইলিয়াসমনের সেঞ্চুরিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে ২৯১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ পেসার শেলডন কট্রেল শিকার করেন ৪ উইকেট।

ব্যাট হাতে নেমে মহাবিপদে পড়ে কিউইরা। প্রথম বলেই উইকেট হারায় নিউজিল্যান্ড। রানের খাতা খোলার আগেই ও ব্যক্তিগত শূন্য রানে কট্রেলের এলবিডব্লুর শিকার হন ওপেনার মার্টিন গাপটিল। আরেক ওপেনার কলিন মুনরোও ১ বলে শূন্য রানে কট্রেলের দ্বিতীয় শিকার হলে দলীয় ৭ রানে দ্বিতীয় উইকেট হারায় গত আসরের রানার্সআপরা।

দুই ওপেনার আউট হলে অধিনায়ক উইলিয়ামসন এবং রস টেইলর শক্ত হাতে দলের হাল ধরেন। তৃতীয় উইকেট জুটিতে উইলিয়ামসন-টেইলর ১৬০ রান যোগ করার পর জুটিতে ভাঙন ধরান অকেশনাল বোলার ক্রিস গেইল। ৯৫ বলে সাত বাউন্ডারির সাহায্যে ৬৯ রানে গেইলের শিকার হয়ে টেইলর বিদায় নিলে ১৬৭ রানে তৃতীয় উইকেট হারায় কিউইরা।

এক প্রান্ত আগলে রেখে টম লাথামের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ৪৪ বলে ৪৩ রান যোগ করেন উইলিয়ামসন। ১৬ বল মোকাবেলায় লাথাম ব্যক্তিগত ১২ রানে কট্রেলের তৃতীয় শিকার হলে ২১০ রানে চতুর্থ উইকেট হারায় কিউইরা। লাথামের বিদায়ে অধিনায়কের সঙ্গে জুটি বাধেন জেমস নিশাম।

বলের সঙ্গে পাল্লা দিয়ে তারা ৪১ বলে ৪১ রান যোগ করেন এবারও জুটিতে ভাঙন ধরান কট্রেল। কট্রেলের চতুর্থ শিকার হন উইলিয়ামসন। দলীয় ২৫১ ও ওয়োনডে ক্যারিয়ারে ১৩তম সেঞ্চুরি পূর্ণ করে ব্যক্তিগত ১৪৮ রানে আউট হন উইলিয়ামসন। ১৫৪ বলের ইনিংসে ১৪টি চার এবং ১টি ছক্কা হাকান এ তারকা ব্যাটসমান।

এরপর কলিড ডি গ্র্যান্ডহোম ও জেমস নিশাম ঝড়ো গতিতে ৮ বলে ১৯ রান যোগ করেন। মাত্র ৬ বলে ১৬ রান করে কট্রেলের রান আউটের ফাঁদে পড়ে ডি গ্র্যান্ডহ্যোম আউট হলে ২৭০ রানে ষষ্ঠ উইকেট হারায় দল। ডি গ্র্যান্ডহোম ২৩ বলে ২৮ রান করে ব্র্যাথওয়েটের শিকার হলে ২৯১ রানে থামে কিউই ইনিংস।

এ জয়ে ৬ ম্যাচে অপরাজিত থেকে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটি আরও শক্ত করলো নিউজিল্যান্ড। অন্যদিকে ৬ ম্যাচ খেলে মাত্র ৩ পয়েন্ট অর্জন করা ওয়েস্ট ইন্ডিজের সেমির স্বপ্ন শেষ হয়ে গেল।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভেঙে দেওয়া হলো জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড, কর্মকর্তারা বহিষ্কার

ভেঙে দেওয়া হলো জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড, কর্মকর্তারা বহিষ্কার

বোলাররা বুঝতে পেরেছিল কী করতে হবে : করুনারত্নে

বোলাররা বুঝতে পেরেছিল কী করতে হবে : করুনারত্নে

মাকে আতঙ্কিত না করতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন শহীদি

মাকে আতঙ্কিত না করতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন শহীদি

শ্রীলঙ্কার কাছে ইংল্যান্ডের হার, বাংলাদেশের জন্য কতটা ভালো

শ্রীলঙ্কার কাছে ইংল্যান্ডের হার, বাংলাদেশের জন্য কতটা ভালো