বিশ্বকাপের ২৭তম ম্যাচে শুক্রবার (২১ জুন) স্বাগতিকদের হারিয়ে ‘অঘটন’ ঘটিয়েছে শ্রীলঙ্কা। ২৩৩ রানের টার্গেট দিয়ে মাত্র ২১২ রানেই গুড়িয়ে দিয়েছে ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ। ঠিক একই রকম বোলিং তোপে এবার দিশেহার হলো কোহলিরা। আফগানিস্তানের বোলিং তোপে পড়ে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করেছে ভারত।
শনিবার (২২ জুন) চলমান বিশ্বকাপের ২৮তম এবং দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তবে ব্যাট হাতে মাঠে নেমে শুরু থেকেই রশিদ খান-নবীদের বোলিং তোপে পড়ে ভারত।
বিরাট কোহলি ৬৭, মহেন্দ্র সিং ধোনি ২৮, লোকেশ রাহুল ৩০ রানের আউট হয়েছেন। তাদের মতো ব্যাটিং লাইন থাকতেও আফগান বোলারদের মোকাবেলা করতে হিমশিম খেয়েছে ভারত। কোহলি ও কেদার যাদবের ফিফটিতে আফগানদের ২২৫ রানের লক্ষ্য দিতে পেরেছে টিম ইন্ডিয়া।
টস জিতে ব্যাটিং নিয়ে বড় লক্ষ্য দাঁড় করাতে চেয়েছিল বিরাট কোহলিরা। তবে সেই পথে বাধা হয়ে দাঁড়ায় আফগান স্পিন মন্ত্র। হ্যাম্পশায়ারে প্রথম ৫ ওভারে ১০ রান তোলার আগেই রোহিত শর্মার উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। এরপর লোকেশ রাহুলকে নিয়ে দারুণ জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেছিলেন কোহলি। কিন্তু নবীর বোলিংয়ে রাহুল ফিরলে (৩০) ছন্দ পতন ঘটে।
পরে বিজয়কে সঙ্গে নিয়ে লড়েন কোহলি। বিজয়কে (২৯) ফিরিয়ে আফগানদের ম্যাচে আনেন রহমত শাহ। বিজয় ফেরার পর ধোনিকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করার আগেই ফেরানোর পরে কোহলিকেও (৬৭) সাজঘরে ফিরিয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।
কেদার যাদবকে নিয়ে মহেন্দ্র সিং ধোনি ৫৭ রানের জুটি গড়েন। কিন্তু নিজে ধীর গতিতে খেলে ৫২ বলে ২৮ রান করে ফেরেন তিনি। মিডল অর্ডাররা হাল ধরলেও শেষদিকে লোয়ার অর্ডারের ব্যর্থতায় বেশি দূর এগোতে পারেনি অল ব্লুজরা।
বল হাতে মরণ কামড় দিয়ে লেগেছিল আফগান সেনারা। মুজিবুর রহমান ১০ ওভার বোলিং করে মাত্র ২৬ রান দিয়ে ১টি উইকেট নেন। রশিদ খানও আজ কম খরুচে বোলিং করে ৩৮ রানে ১টি উইকেট নেন। গুলবেদিন নাঈব ও মোহাম্মদ নবী ২টি করে উইকেট নিয়েছেন।