টসে জয়ী ওয়েস্ট ইন্ডিজ, ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ২২ জুন ২০১৯
টসে জয়ী ওয়েস্ট ইন্ডিজ, ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

ছবি : গেটি ইমেজ

বিশ্বকাপের ২৯তম এবং দিনে (২২ জুন, শনিবার) দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। ওল্ডট্রাফোর্ডে টস জিতে ব্যাটিংয়ের বদলে বোলিং বেছে নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। বিশ্বকাপে প্রথমে বোলিং করে তুলনামূলক ভালো খেলেছে ক্যারিবীয়রা। অন্যদিকে বিশ্বকাপে প্রথম টস হারলেন কেন উইলিয়ামসন।

বিশ্বকাপে নিউজিল্যান্ড এখন পর্যন্ত অপরাজিত। পাঁচ ম্যাচ খেলে চারটিতে জয়ের দেখা পেয়েছে কিউইরা। নিউজিল্যান্ডের অন্য ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছে। পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকা নিউজিল্যান্ড আজকের ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠতে চায়।

অন্যদিকে কিউইদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপটা মিশনটা হয়েছে ভুলে যাওয়ার মতো। পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছে ক্যারিবীয়রা।

বিশ্বকাপে এর আগের সাত বারের দেখায় চারটিতে জয় নিয়ে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই উইন্ডিজের।

নিউজিল্যান্ড একাদশ
মারটিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, কার্লোস ব্র্যাথওয়েট, জেসন হোল্ডার (অধিনায়ক), কেমার রোচ, অ্যাশলি নার্স, শেলডন কটরেল ও ওশানে থমাস।



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার কাছে ইংল্যান্ডের হার, বাংলাদেশের জন্য কতটা ভালো

শ্রীলঙ্কার কাছে ইংল্যান্ডের হার, বাংলাদেশের জন্য কতটা ভালো

সেমির আশা ছাড়ছেন না মাশরাফি

সেমির আশা ছাড়ছেন না মাশরাফি

বিশ্বকে দেখালো বাংলাদেশ : শোয়েব আকতার

বিশ্বকে দেখালো বাংলাদেশ : শোয়েব আকতার

বাংলাদেশের হার নিয়ে যা বললেন তামিম

বাংলাদেশের হার নিয়ে যা বললেন তামিম