বিশ্বকে দেখালো বাংলাদেশ : শোয়েব আকতার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১০ এএম, ২২ জুন ২০১৯
বিশ্বকে দেখালো বাংলাদেশ : শোয়েব আকতার

দ্বাদশ বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪৮ রানে হেরে গেছে বাংলাদেশ। তবে এ হারে কোন গ্লানি নেই। ৩৮২ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে মুশফিকুর রহিমের ১০২*, মাহমুদউল্লাহ রিয়াদের ৬৯ ও তামিম ইকবালের ৬২ রানে ম্যাচের শেষ পর্যন্ত লড়াইয়ের দৃঢ় মানসিকতা দেখিয়েছে টাইগাররা।

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের এমন লড়াকু মনোভাবে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইগার দলের পরফরমেন্সে প্রশংসা করে ঝড় ওঠে। সেখানে বাংলাদেশের প্রশংসা করেছেন বিশ্বের সাবেক ক্রিকেট তারকারা। এর মধ্যে আছেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আকতারও।

অস্ট্রেলিয়ার মত অন্যতম শক্তিশালী ও সেরা দলের বিপক্ষে ৩৮২ রানের টার্গেটের পর যেভাবেই লড়াই করেছে বাংলাদেশ, তা মুগ্ধ করেছে শোয়েবকে।

ম্যাচ শেষে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে শোয়েব টুইট করে বলেন, ‘বাংলাদেশ আবারও অবিশ্বাস্য লড়াকু মানসিকতা দেখাল। তারা শেষ কয়েক ওভারে অতিরিক্ত রান দিয়ে ফেলেছে, না হলে ম্যাচটা তাদের হাতেই থাকতো। বড় রান তারা কিভাবে তাড়া করে, সেটা করে দেখালো বাংলাদেশ।’



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে সাকিবের ৪শ’

বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে সাকিবের ৪শ’

বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা কঠিন নয়

বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা কঠিন নয়

রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশ

রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশ

প্রথম ও শেষ কথা জয় প্রয়োজন : মাশরাফি

প্রথম ও শেষ কথা জয় প্রয়োজন : মাশরাফি