বিশ্বসেরা ফুটবলার রোনালদোর ট্রেড মার্ক উদযাপন কার না জানা। হয়তো কারো চোখ বুজলেই ভেসে ওঠে পর্তুগিজ এ ফরোয়ার্ডর উদযাপন ভঙ্গি। কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংয়ে নৈপুণ্য দেখানোর ম্যাচে বাংলাদেশ দলের পার্টটাইম পেসার সৌম্য সরকারের উদযাপনও ছিল অনেকটা রোনালদো ঢঙের।
তাতেই রোনালদো-সোম্যকে এক করে ফেললো আইসিসি! আর এ বিষয়টি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের মুখে পড়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।
বৃহস্পতিবার (২০ জুন) নটিংহ্যামের টেন্টব্রিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে তিন উইকেট নেন বাংলাদেশের বোলার সৌম্য। ২১তম ওভারে অসি অধিনায়ক ও ওপেনার অ্যারন ফিঞ্চকে আউট করে কিছুটা রোনালদোর কায়দায় আনন্দে মেতে ওঠেন তিনিভ
এর পর পরই পরেই রোনালদো ও সৌম্যর ছবি পাশাপাশি পোস্ট করে টুইট করে আইসিসি। ক্যাপশনে লিখে দেওয়া হয়- ‘ভিন জগতের দুই তারকার একই রকম উদযাপন?’
আর এতেই বাধে বিপত্তি। শুরু হয়ে সমালোচনা।
Separated at birth?#CWC19 | #RiseOfTheTigers | #AUSvBAN pic.twitter.com/rLaVPm5HWZ
— Cricket World Cup (@cricketworldcup) June 20, 2019