বাংলাদেশের হার নিয়ে যা বললেন তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২০ পিএম, ২১ জুন ২০১৯
বাংলাদেশের হার নিয়ে যা বললেন তামিম

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্যটা ছিলো বিশাল। আর তাই শেষ পর্যন্ত নিজের সর্বস্ব দিয়েও বিজয়ী হতে পারেনি টাইগাররা। অস্ট্রেলিয়ার ৩৮২ রানের পাহাড়ে উঠতে গিয়ে থামতে হয়েছে অল্প একটু পথ বাকি থাকতে। সেই পথটুকু সংখ্যায় মাত্র ৪৮ রান।

ড্যাশিং ওপেনার তামিম ইকবাল মনে করেন, নিজেদের সর্বোচ্চটুকু দিয়েও জিততে পারেনি বাংলাদেশ।

তামিমের মতে, টার্গেটটা ৩৩০ বা ৩৪০ এর মধ্যে থাকলে আলাদা কথা ছিল। এ ক্ষেত্রে জয়ের কথাও ভাবতে পারত বাংলাদেশ। ম্যাচশেষে তিনি বলেন, আমি মনে করি ৩৮০ রান অনেক বেশি। আমরা আমাদের সেরাটা দিয়েই চেষ্টা করেছি। রানটা একটু কম হলে ম্যাচের ফল ভিন্ন হতেও পারত।

অজি ব্যাটিং ইনিংসের শেষ দিকে তাদের লাগাম টেনে ধরে বাংলাদেশ। তবে ততক্ষণে কাজের কাজ করে দিয়ে গেছেন ফিঞ্চ-ওয়ার্নাররা।

তিনি বলেন, আমরা শেষ চার ওভার ভালো বল করেছি। মাঝপথ পেরিয়ে তারা প্রচুর রান তুলেছে। ৪-৫ ওভারে ৬০-৭০ রান তুলে ফেলেছিল ওরা। স্কোর ৩৩০ থেকে ৩৪০ হলে আমাদের সুযোগ থাকত। ৩৮০ অনেক বেশি রান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার নটিংহ্যামে আগে ব্যাট করে ৩৮১ রানের বিশাল সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। অতীতে এত বড় লক্ষ্যের পেছনে ছুটতে গেলে টাইগারদের শরীরী ভাষাতেই থাকত হেরে যাওয়ার ভঙ্গি। তবে এবার মুষড়ে পড়েননি টাইগাররা।

ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। হার না মানা মনোমুগ্ধকর সেঞ্চুরি হাঁকান মুশফিকুর রহিম। দর্শনীয় ফিফটি তুলে নেন তামিম-মাহমুদউল্লাহ। রান পান সাকিবও। তবু শেষ পর্যন্ত ৪৮ রানে পরাজয় বরণ করতে হয় তাদের। সর্বসাকল্যে ৩৩৩ রান তুলতে সক্ষম হয় মাশরাফিরা।



শেয়ার করুন :


আরও পড়ুন

যেখানে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

যেখানে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

বড় ক্ষতি করেছে ম্যাক্সওয়েলের ইনিংস!

বড় ক্ষতি করেছে ম্যাক্সওয়েলের ইনিংস!

ভালো খেলে হারলো বাংলাদেশ, অর্জন মুশফিকের সেঞ্চুরি

ভালো খেলে হারলো বাংলাদেশ, অর্জন মুশফিকের সেঞ্চুরি

বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে সাকিবের ৪শ’

বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে সাকিবের ৪শ’