প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের এক আসরে ৪শ’ রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (২০ জুন) নটিংহামের ট্রেন্টব্রিজে দ্বাদশ বিশ্বকাপের ২৬তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪টি চারে ৪১ বলে ৪১ রান করেন সাকিব।
চলমান আসরে নিজেদের রান সংখ্যা ৪২৫-এ নিয়ে যান তিনি। যার মাধ্যমে বিশ্বকাপের এক আসরে প্রথম বাংলাদেশি হিসেবে চার শতাধিক রানের মাইলফলক স্পর্শ করার রেকর্ড গড়লেন সাকিব।
বাংলাদেশের হয়ে এর আগে বিশ্বকাপের এক আসরে ৬ ম্যাচে ৩৬৫ রান করেছিলেন মাহমুদউল্লাহ। গত বিশ্বকাপে এ কীর্তি গড়েছিলেন তিনি।
গত ১৭ জুন টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১২৪ রান করে মাহমুদউল্লাহকে পেছনে ফেলে বিশ্বকাপের মঞ্চে এক আসরে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক হয়েছিলেন সাকিব।