অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলবে বাংলাদেশ। নটিংহামের ট্রেন্টব্রিজে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ভেন্যুটিতে বাংলাদেশের ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও সেখানে ভালো রেকর্ড নেই! দু’টি ম্যাচ খেলে দু’টিতেই হারের রেকর্ড রয়েছে বাংলাদেশ। দু’টি ম্যাচের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।
২০০৫ সালের ২১ জুন এ ভেন্যুতে প্রথম খেলতে নামে বাংলাদেশ। ন্যাটওয়েস্ট সিরিজের চতুর্থ ম্যাচ ছিল সেটি। টস জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড। এন্ডু স্ট্রাউস ও পল কলিংউজের জোড়া সেঞ্চুরিতে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯১ রান করে ইংল্যান্ড। স্ট্রাউস ১২৮ বলে ১৫২ ও কলিংউড ৮৬ বলে অপরাজিত ১১২ রান করেন। বাংলাদেশের নাজমুল হোসেন ৮৩ রানে ৩ উইকেট নেন।
৩৯২ রানের জয়ের লক্ষ্যে ২৮ বল বাকি থাকতেই ২২৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ব্যাট হাতে একাই লড়াই করেছেন মোহাম্মদ আশরাফুল। ১১টি চার ও ৩টি ছক্কায় ৫২ বলে ৯৪ রান করেন তিনি। ঐ ম্যাচের আগের ওয়ানডেতে ১০০ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশকে জয়ের স্বাদ দিয়েছিলেন অ্যাশ।
এরপর ২০১০ সালে এই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচটি ৬ উইকেটে হারে টাইগাররা। টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৫০ রান করেছিল বাংলাদেশ। রকিবুল হাসান ৭৬ ও জুনায়েদ সিদ্দিকী ৫১ রান করেন।
এরপর ইয়ান বেলের অপরাজিত ৮৪ ও ঐ সময়ের অধিনায়ক স্ট্রাউসের ৩৭ বলে ৫০ রানে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
এদিকে নটিংহামের ট্রেন্টব্রিজে জয়ের রেকর্ড না থাকলেও চলমান বিশ্বকাপে বেশ ছন্দে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিব-মাশরাফিদের ভয়ের চোখেই দেখছে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের দলটির উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি।
অন্যদিকে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, অস্ট্রেলিয়ার সাথে জয় পাওয়া অসম্ভব নয়, তবে জয় পেতে হলে তিন বিভাগেই নিজেদের সেরাটা খেলতে হবে।