হাশিম আমলার আরেক রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৯ জুন ২০১৯
হাশিম আমলার আরেক রেকর্ড

নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে আরেকটি পালক যুক্ত করলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ওপেনার হাশিম আমলা। বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত ৮ হাজার রান করার কৃতিত্ব গড়লেন তিনি।

ইংল্যান্ডে চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ২৫তম ম্যাচে বার্মিংহামের এজবাস্টনে বুধবার (১৯ জুন) নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে নেমে এ রেকর্ড গড়েন আমলা। ওপেনার হিসেবে খেলতে নেমে ৮৩ বল মোকাবেলায় ৫৫ রান করে মিচেল স্যান্টনারের শিকার হন তিনি।

৩৬ বছর বয়সী এ ওপেনার ৫০ ওভার ফর্মেটে নিজের ১৭৬তম ইনিংসে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এ অর্জন থেকে মাত্র ২৪ দূরে থেকে ৭৯৭৬ রান নিয়ে মাঠে নামেন তিনি।

বিশ্বে দ্বিতীয় দ্রুততম হলেও দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৮ হাজার রানের মালিক হলেন আমলা।

দ্রুত ৮ হাজার রান সংগ্রহকারীদের তালিকায় সবার উপড়ে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এ রেকর্ড নিজের করে নিতে তিনি খেলেছেন ১৭৫ ইনিংস। মজার বিষয় হচ্ছে এ মাঠেই দুই বছর আগে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন কোহলি।

দ্রুত ৮ হাজার রান (ইনিংস বিবেচনায়)
১৭৫ : বিরাট কোহলি (ভারত)
১৭৬ : হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)
১৮২ : এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
২০০ : সৌরভ গাঙ্গুলি (ভারত)
২০০ : রোহিত শর্মা (ভারত)।

উল্লেখ্য, দ্রুত দুই, তিন, চার,পাঁচ, ছয় এবং সাত হাজার রানের রেকর্ডটি রয়েছে আমলার দখলেই।



শেয়ার করুন :


আরও পড়ুন

যেখানে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

যেখানে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

একটু ক্যাপ্টেনের কথা বলি

একটু ক্যাপ্টেনের কথা বলি

১৭ ছক্কা হাকিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন মরগান

১৭ ছক্কা হাকিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন মরগান

আফগানিস্তানকে দেড়শ রানে হারালো ইংল্যান্ড

আফগানিস্তানকে দেড়শ রানে হারালো ইংল্যান্ড