নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে আরেকটি পালক যুক্ত করলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ওপেনার হাশিম আমলা। বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত ৮ হাজার রান করার কৃতিত্ব গড়লেন তিনি।
ইংল্যান্ডে চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ২৫তম ম্যাচে বার্মিংহামের এজবাস্টনে বুধবার (১৯ জুন) নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে নেমে এ রেকর্ড গড়েন আমলা। ওপেনার হিসেবে খেলতে নেমে ৮৩ বল মোকাবেলায় ৫৫ রান করে মিচেল স্যান্টনারের শিকার হন তিনি।
৩৬ বছর বয়সী এ ওপেনার ৫০ ওভার ফর্মেটে নিজের ১৭৬তম ইনিংসে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এ অর্জন থেকে মাত্র ২৪ দূরে থেকে ৭৯৭৬ রান নিয়ে মাঠে নামেন তিনি।
বিশ্বে দ্বিতীয় দ্রুততম হলেও দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৮ হাজার রানের মালিক হলেন আমলা।
দ্রুত ৮ হাজার রান সংগ্রহকারীদের তালিকায় সবার উপড়ে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এ রেকর্ড নিজের করে নিতে তিনি খেলেছেন ১৭৫ ইনিংস। মজার বিষয় হচ্ছে এ মাঠেই দুই বছর আগে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন কোহলি।
দ্রুত ৮ হাজার রান (ইনিংস বিবেচনায়)
১৭৫ : বিরাট কোহলি (ভারত)
১৭৬ : হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)
১৮২ : এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
২০০ : সৌরভ গাঙ্গুলি (ভারত)
২০০ : রোহিত শর্মা (ভারত)।
উল্লেখ্য, দ্রুত দুই, তিন, চার,পাঁচ, ছয় এবং সাত হাজার রানের রেকর্ডটি রয়েছে আমলার দখলেই।