যেখানে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৯ পিএম, ১৮ জুন ২০১৯
যেখানে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ইংল্যান্ডে চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপের মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে। বাংলাদেশ এখন পর্যন্ত পাঁচ ম্যাচের ২টিতে জয়, ২টিতে পরাজিত হয়েছে। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

সেমাবার (১৭ন জুন) ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। যে জয়ে বড় ভূমিকা রেখেছেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া সাকিব আল হাসান। টুর্নামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী তালিকার শীর্ষেও তিনি।

বল হাতেও টুর্নামেন্টে এ পর্যন্ত ভালোই করছেন বোলাদেশের বোলাররা। বোলিংয়ে সেরা দশে আছেন বাংলাদেশ দলের দুই বোলার মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান। সোমবার তিন উইকেট নিয়ে এবারের বিশ্বকাপে সেরা পাঁচ বোলারের তালিকায় ঠাঁই পেয়েছেন সাইফউদ্দিন। একই ম্যাচে তিন উইকেট নিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজ।

বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দু’জন করে বোলার আছেন সেরা দশে। বাকি চারজন ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও পাকিস্তানের। তবে সেরা দশে নেই ভারতের কোন বোলার। অবশ্য তারা বিশ্বকাপ মিশন শুরুই করেছে দেরিতে এবং এক ম্যাচে কম খেলেছে। সেরা দশের ৯ জনই পেসার, একমাত্র স্পিনার ইমরান তাহির।

বিশ্বকাপে সেরা ১০ বোলার (২৩তম ম্যাচ শেষে)
মোহাম্মদ আমির (পাকিস্তান) : ম্যাচ ৪, উইকেট ১৩, সেরা ৫/৩০, গড় ১৩.০৭, ইকো. ৪.৭২
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) : ম্যাচ ৫, উইকেট ১৩, সেরা ৫/৪৬, গড় ১৯.১৫, ইকো. ৫.৪১
প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) : ম্যাচ ৫, উইকেট ১১, সেরা ৩/৩৩, গড় ১৮.৮১, ইকো. ৪.৪৮
জফরা আর্চার (ইংল্যান্ড) : ম্যাচ ৫, উইকেট ৯, সেরা ৩/২৭, গড় ১৮.৩৩, ইকো. ৪.৭৩
সাইফউদ্দিন (বাংলাদেশ) : ম্যাচ ৪, উইকেট ৯, সেরা ৩/৭২, গড় ২৭.৫৫, ইকো. ৭.২৯
লকি ফার্গুসন (নিউজিল্যান্ড) : ম্যাচ ৩, উইকেট ৮, সেরা ৪/৩৭, গড় ১২.৩৭, ইকো. ৩.৮৮
ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) : ম্যাচ ৫, উইকেট ৮, সেরা ৪/২৯, গড় ২৫.৬২, ইকো ৫.৫৪
ম্যাট হেনরি (নিউজিল্যান্ড) : ম্যাচ ৩, উইকেট ৭, সেরা ৪/৪৭, গড় ১৮.০০, ইকো. ৫.১৭
মোস্তাফিজুর রহমান (বাংলােদেশ) : ম্যাচ ৪, উইকেট ৭, সেরা ৩/৫৯, গড় ৩৫.৫৭, ইকো. ৭.০৮।



শেয়ার করুন :


আরও পড়ুন

রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশ

রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশ

ফিঞ্চ-রোহিতকে টপকে আবারও শীর্ষে সাকিব

ফিঞ্চ-রোহিতকে টপকে আবারও শীর্ষে সাকিব

নতুন মাইলফলক স্পর্শ করলেন সাকিব

নতুন মাইলফলক স্পর্শ করলেন সাকিব

একটু ক্যাপ্টেনের কথা বলি

একটু ক্যাপ্টেনের কথা বলি