ওয়ানডে ক্রিকেটে ছক্কা হাকানোর নতুন বিশ্ব রেকর্ড গড়লেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ান মরগান। মঙ্গলবার (১৮ জুন) ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ইনিংসে ১৭টি ছক্কা হাকিয়ে ১৪৮ রান করেন তিনি। তার এ রেকর্ডময় ইনিংসে ৩৯৭ রান করেছে স্বাগতিক ইংল্যান্ড।
এর আগে এক ইনিংসে ১৬টি ছক্কা হাকিয়ে যৌথভাবে মরগানসহ রেকর্ডের মালিক ছিলেন ভারতের রোহিত শর্মা, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬টি ছক্কা মেরেছিলেন মরগান। ওই ম্যাচে ২১৫ রান করেছিলেন তিনি।
মঙ্গলবার আফগান অধিনায়ক গুলবাদি নাইবের বলে ছক্কা হাকিয়ে আগের রেকর্ড টপকে যান মরগান। আফগানিস্তান অধিনায়কের বলেই শেষ পর্যন্ত আউট হওয়ার আগে ইংলিশ অধিনায়ক ৭১ বলের বিধ্বংসি ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৭টি ওভার বাউন্ডারি ও চার বাউন্ডারিতে।
ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ড ৬ উইকেটে ৩৯৭ রান সংগ্রহ করে। জনি বেয়ারস্টো ৯৯ বলে ৯০ এবং জো রুট ৮২ বলে ৮৮ রান সংগ্রহ করেছেন। ৯ বলে ৩১ রান নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মঈন আলী।
A scintillating 148 from #EoinMorgan that saw a record 17 sixes, helped England race to 397/6 against Afghanistan – their highest total in World Cup cricket.
— Cricket World Cup (@cricketworldcup) June 18, 2019
FOLLOW LIVE #ENGvAFG ON #CWC19 APP
APPLE https://t.co/whJQyCahHr
ANDROID https://t.co/Lsp1fBwBKR pic.twitter.com/OfZ9tp7AIM