চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত ২৩টি ম্যাচের খেলা শেষ হয়েছে। এর মধ্যে নিজেদের ৫ ম্যাচে চারটিতে ব্যাট হাতে মাঠে নেমেছে সাকিব আল হাসান। আর এতেই অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ভারতের রোহিত শর্মাকে টপকে রান তোলার শীর্ষে ফিরেছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার।
বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ৫টি ম্যাচ। এর মধ্যে একটি ম্যাচে কোন দলই মাঠে নামতে পারেনি, বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত চারটি ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমেছেন সাকিব।
শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রান করে বিশ্বকাপে নিজের প্রথম শতরানের মাইলফক স্পর্শ করার মধ্য দিয়ে রান সংগ্রহের শীর্ষে উঠেছিলেন সাকিব। তবে তাকে টপকে শীর্ষে ওঠেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ।
বিশ্বকাপে নিজের খেলা তিন ম্যাচে ৭৫, ৬৪ ও ১২১ রানের ইনিংস খেলেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে থিতু হওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন তিনি। আজ (সোমবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি তুলে টানা দুই ম্যাচে দুই সেঞ্চুরি করার গৌরব অর্জন করেলেন সাকিব আল হাসান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে ফিঞ্চকে ছাড়িয়ে যেতে সাকিবের প্রয়োজন ছিল ৭৪ রান। তবে ৭৪ নয়, অপরাজিত ১২৪ রানের ইনিংস খেলেন সাকিব। তার ইনিংসেই দলের জয় নিশ্চিত হওয়ার পাশাপাশি বিশ্বকাপে রান সংগ্রহের শীর্ষ স্থানটি আবারও নিজের দখলে নেন সাকিব।
এদিকে তার এ ইনংসে আরও একটি রেকর্ড গড়েছেন সাকিব। প্রবেশ করেছেন ওয়ানডে ক্রিকেটে ব্যাট হাতে ৬ হাজার রানের ক্লাবে। ওয়ানডে ক্রিকেটে সাকিবের বর্তমান রান ৬১০১। ৩৭.৪২ গড়ে এ রান করতে সাকিব ২০২টি ম্যাচে ১৯০ ইনিংসে ব্যাট করেছেন।
বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলা সাকিবের রান ৩৮৪। সাকিবের পর সর্বোচ্চ দ্বিতীয় রান সংগ্রাহক হলেন পাঁচ ম্যাচ খেলা অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার সংগ্রহে রয়েছে ৩৪৩ রান। আর তৃতীয় স্থানে থাকা রোহিত শর্মার রান হলো ৩১৯।