ওয়েস্ট ইন্ডিজ তারকা শেলডন কট্রেল উইকেট পেলেই বিশেষ ভঙ্গিমায় স্যালুট দিয়ে থাকেন। তবে তার দুর্ভাগ্য চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে কোন স্যালুট দিতে পারেননি তিনি।
টুর্নামেন্টের ২৩তম এবং উভয় দলের পঞ্চম ম্যাচে সোমবার (১৭ জুন) টনটনে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টসের বিপরীতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২১ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে সাকিব আল হাসানের অপরাজিত ১২৪ এবং লিটন দাসের অপরাজিত ৯৪ রানে ভর করে ৫১ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে ৩২৪ রান করে। ম্যাচে কট্রেল ১০ ওভার বল করে ৬৫ রান দিলেও কোন উইকেট নিতে পারেননি।
শেলডন কট্রেল উইকেট পাওয়ার পর এভাবে কেন স্যালুট দেন তা ইতোমধ্যেই খোলাসা করেছেন। তবে বাংলাদেশ মাত্র ৩টি উইকেট হারিয়ে জয়ে বন্দরে পৌঁছে যাওয়ায় শেলডন স্যালুট দেওয়ার কোন সুযোগ পাননি। ফলে তার উদযাপনটাও আজ আর করা হয়নি।
সাকিব আল হাসানের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তুলে নিয়েছে টাইগাররা... @BCBtigers @Sah75official https://t.co/Li3X0av5DV
— Sportsmail24.com (@sportsmail24) June 17, 2019
বাংলাদেশ এ জয়ে নিজেদের ৫ ম্যাচে মোট ৫ পয়েন্ট অর্জন করেছে। ৫ পয়েন্টে বিশ্বকাপের ২৩তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান ৫ নম্বরে। সেমিফািইনালে খেলতে হলে এখনও আরও অনন্ত ৩টি ম্যাচে জয় পেতে হবে টাইগারদের।