বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন দলের পসরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সোমবার (১৭ জুন) টনটনে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন সাকিব। ৬ হাজার রান করতে ২৩ রান প্রয়োজন ছিলো সাকিবের।
বাংলাদেশ ইনিংসে ১৫তম ওভারে ওয়ানডে ক্যারিয়ারের ৬ হাজার রান পূর্ণ করেন সাকিব। ২০২তম ম্যাচে এ কৃতিত্ব অর্জন করেন তিনি।
সাকিবের আগে বাংলাদেশের হয়ে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ১৯৬ ম্যাচে ১১টি সেঞ্চুরি ও ৪৬টি হাফ-সেঞ্চুরিতে ৬৬৯৫ রান আছে তামিমের।