উইন্ডিজের বিপক্ষে টাইগার একাদশে এক পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ১৭ জুন ২০১৯
উইন্ডিজের বিপক্ষে টাইগার একাদশে এক পরিবর্তন

টাইগারদের একাদশে এক বা একাধিক পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছিলো আগে থেকেই। তাছাড়া ভক্ত ও বিশেষজ্ঞ মহলে মোহাম্মদ মিঠুনের পরিবর্তে লিটন দাসকে খেলানোর দাবি উঠেছিলো খুব জোরালোভাবে। অন্যদিকে সাইড বেঞ্চে বসিয়ে রাখা পেসার রুবেলকে একাদশে সুযোগ দেয়ার একটা দাবি কিংবা গুঞ্জন তো ছিলোই।

পরিশেষে সেই এক পরিবর্তন নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। মোহাম্মদ মিঠুন সাইড বেঞ্চে আর তার পরিবর্তেই একাদশে সুযোগ পেয়েছেন লিটন কুমার দাস।

প্রথম তিন ম্যাচে নিজেকে প্রমাণ করার অনন্য সুযোগ থাকা সত্ত্বেও মোহাম্মদ মিঠুন হতাশ করেছেন সবাইকে। মাঠে নামার পরই বেসামাল হয়ে পড়া মিঠুনের ফর্মহীনতা এবং অবিরাম ছন্দপতনই তার পরিবর্তে ইনফর্ম লিটনকে একাদশে জায়গা করে দিয়েছে।

ক্যারিবিয়ানদের বিপক্ষে চার পেসার নিয়ে নামার মৃদু গুঞ্জন উঠেছিলো যদিও, কিন্তু সেরকম কোন সিদ্ধান্ত দেখা যায়নি একাদশে।  তিন পেসার আর ব্যাটিংয়ের শক্তিতেই বলিয়ান হয়ে মাঠে নামলো টাইগার রা। ম্যাচে ম্যাশ ও ফিজের সহযোদ্ধা হয়ে আছেন সাইফুদ্দীন ও। এছাড়াও একাদশে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের এবং মোসাদ্দেক হোসেন সৈকতও।

তবে লক্ষণীয় একটি পরিবর্তন এসেছে ওয়েস্ট ইন্ডিজ শিবিরেও। ড্যারেন ব্র্যাভোকে দলে ফেরানো হয়েছে, বসানো হয়েছে কার্লোস ব্র্যাথওয়েট কে । আশঙ্কাজনক অবস্থায় থাকা আন্দ্রে রাসেলকও একাদশে খেলছেন শেষ পর্যন্ত।



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম ও শেষ কথা জয় প্রয়োজন : মাশরাফি

প্রথম ও শেষ কথা জয় প্রয়োজন : মাশরাফি

বাংলাদেশকে হারিয়ে ঘুড়ে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশকে হারিয়ে ঘুড়ে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ

ত্রিদেশীয় সিরিজের সুখস্মৃতিতে উজ্জীবিত বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের সুখস্মৃতিতে উজ্জীবিত বাংলাদেশ

ইংল্যান্ডের টনটনে বাংলাদেশের অভিষেক

ইংল্যান্ডের টনটনে বাংলাদেশের অভিষেক