বাংলাদেশ নিয়ে উইন্ডিজকে সতর্ক করলো লয়েড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৫ এএম, ১৭ জুন ২০১৯
বাংলাদেশ নিয়ে উইন্ডিজকে সতর্ক করলো লয়েড

চলতি বিশ্বকাপে তারা হয়তোবা এ পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিতেছে। তবে কিংবদন্তী ক্লাইভ লয়েডের বিশ্বাস বিশ্বকাপ জয়ের জন্য প্রয়োজনীয় ব্যাটিং-বোলিং সব শক্তিই ওয়েস্ট ইন্ডিজের আছে। ওয়েস্ট ইন্ডিজ চার ম্যাচে এ পর্যন্ত একটিতে জয়ী হয়েছে, দুটিতে পরাজিত হয়েছে এবং একটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

আইসিসির ওয়েবসাইটে এক কলামে লয়েড লিখেছেন, ‘সেমিফাইনালে যেতে হলে একটা দলকে সম্ভবত ১১ পয়েন্ট দরকার হবে এবং এখনো নিউজিল্যান্ড এবং ভারতের মত দলের বিপক্ষে তাদের ম্যাচ বাকি আছে তাই এখনো সব সম্ভাবনা শেষ হয়ে যায়নি।’

তবে ১৯৭৫ ও ১৯৭৯ বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেয়া লয়েড স্বীকার করেন যে, লড়াইয়ে ফেরা এবং তারা কি করতে পারে সেটা প্রমানের জন্য তার দলের এটাই সঠিক সময়।

লয়েড লিখেছেন, এমন ধরনের একটা টুর্নামেন্টে পরাজয় এবং খারাপ দিন সব সময়ই থাকে এবং এখন আমাদের কেবল আশা করতে হবে যে, টুর্নামেন্টের শেষ পর্যন্ত যেতে ওয়েস্ট ইন্ডিজের সব কিছুই আছে।

সেমিফাইনালে যেতে হলে গ্রুপ পর্বে এখন থেকে তাদের প্রায় সব ম্যাচেই জিততে হবে।

ইংল্যান্ডের কাছে পরাজয়টা অনেক বড় কিছু মনে করছেন ৭৪ বছর বয়সী লয়েড, 'ঐ ম্যাচটা ছিল খারাপ সময় এবং টুর্নামেন্টে এ পর্যন্ত তাদের সবচেয়ে খারাপ ব্যাটিং প্রদর্শন। আপনি যদি ইংল্যান্ডের অতীতের সেরা বোলিং আক্রমন দেখেন তবে জো রুটের মত একজন খন্ডকালীন বোলারকে আপনার উইকেট বিলিয়ে দিতে পারেন না।’

ক্যারিবিয় দলের তরুণ তারকা শিমরোন হেটমায়ার এবং নিকোলাস পুরান তাকে মুগ্ধ করেছে বলেও উল্লেখ করেন লয়েড।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ অধিনায়ক বলেন, নির্দিষ্ট করে টুর্নামেন্টে এ পর্যন্ত পুরান সত্যিই আমাকে মুগ্ধ করেছে।

তবে আমাদের কেবলমাত্র দুজন তরুণ ভাল করলে চলবেনা। বাকি ব্যাটসম্যানদেরও সাউদাম্পটনে ভাল করার সুযোগ ছিল। কিন্তু কিন্তু তারা সেটা করতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইনে অনেক শক্তি’ আছে যারা হয়তোবা মিস করেছে। আমার খেলোয়াড়ী জীবনে আমাদের ল্যারি গোমেজ ছিল, যিনি ঐ ভুমিকাটা পালন করতে পারেন।

সোমবারের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন লয়েড।

তিনি বলেন, 'সোমবারের ম্যাচে বাংলাদেশকে হাল্কাভাবে নেয়া যাবেনা। কেননা সম্প্রতি ত্রিদেশীয় সিরিজে তারা ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচে হারিয়েছে। টুর্নামেন্টে ইতোমধ্যেই তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে এবং ইংল্যান্ডের বড় সংগ্রহের বিপক্ষেও তারা শুরুটা বেশ ভাল করেছিল।’

সব শেষে তিনি বলেন, 'ওয়েস্ট ইন্ডিজকে অবশ্যই জেগে উঠতে হবে এবং বাংলাদেশকে সমীহ করতে হবে। উভয় দলের জন্যই এটা মাস্ট উইন ম্যাচ। বাংলাদেশ নিজেদের খেলা সম্পর্কে খুব ভাল জানে এবং এখন ওয়েস্ট ইন্ডিজকে দাঁড়াতে হবে এবং বাংলাদেশকে হিসেব করতে হবে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিয়তায় আন্দ্রে রাসেল

বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিয়তায় আন্দ্রে রাসেল

মুশফিকের হাতে কোন চিড় ধরা পড়েনি

মুশফিকের হাতে কোন চিড় ধরা পড়েনি

বাবা দিবসে মাশরাফির শুভেচ্ছা

বাবা দিবসে মাশরাফির শুভেচ্ছা

অনুশীলনে সাকিব, দুশ্চিন্তার অবসান

অনুশীলনে সাকিব, দুশ্চিন্তার অবসান