আমিরকে দুইবার সতর্ক করেছিলেন আম্পয়াররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৬ এএম, ১৭ জুন ২০১৯
আমিরকে দুইবার সতর্ক করেছিলেন আম্পয়াররা

ফাইল ছবি

দেশের প্রথম স্কোয়াডে জায়গা না পেলেও পরে ডাকে বিশ্বকাপে খেলছেন পাকিস্তান পেসার মোহাম্মদ আমির। তবে বিশ্বকাপে সুযোগ পেয়ে শুরু থেকেই দারুণ ফর্মে রয়েছেন আমির। ফলে ভারতের বিরুদ্ধে ম্যানচেস্টারের ম্যাচে উন্মাদনাটা একটু বেশিই ছিল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওল্ট ট্রাফোর্ডে শুরুটা দারুন করেছে ভারত। তার মধ্যেই দু’বার বল করার সময় আমির পিচের এমন জায়গায় পৌঁছে যান যেটা নিয়ম বহির্ভূত। এর ফলে তাকে দুবারই সাবধান করা হয়েছে।

আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড আমিরের কাছে গিয়ে তার ভুলটা ধরিয়ে দেন। প্রথমবার তৃতীয় ওভারে ও পরেরবার পঞ্চম ওভারে পিচের উপর ওঠে পড়েন আমির। তার পরই তাকে সাবধান করেন আম্পায়ার।

তৃতীয় ওভারের চতুর্থ বলে আম্পায়ার অক্সেনফোর্ড আমিরকে আনুষ্ঠানিকভাবে সাবধান করেন। অধিনায়ক সরফরাজ আহমেদ সঙ্গে সঙ্গেই আম্পায়ারের দিকে এগিয়ে যান ও তার সঙ্গে কথা বলেন। এরপর পঞ্চম ওভারের পঞ্চম বলের পর একই ঘটনা ঘটান আমির। ডেঞ্জার জোনে চলে যান তিনি।

আমিরকে যদি আর একটি সাবধান বাণী দেওয়া হতো তাহলে তাকে আর বল করতে দেওয়া হতো না। তবে পরে আর সেই ভুল করেননি আমির।

আমির তার প্রথম স্পেলে চার ওভারে মাত্র ৮ রান দেন। এরমধ্যে প্রথম ওভারটি ছিল মেডেন। শেষ পর্যন্ত ১০ ওভার বল করে ৪৭ রান দিয়েছে আমির। আর এ রানের বিপরীতে তুলে নিয়েছেন ৩টি উইকেট।

আইসিসির নিয়ম অনুযায়ী, বোলাররা বল করার পর স্টাম্পসের কাছে পিচের একটা অংশের পর আর যেতে পারবেন না। যাতে পিচের কোনও ক্ষতি না হয় এবং ব্যাটসম্যানদের কোনও সমস্যায় পড়তে না হয়। যে দিক থেকে বল করছে তার উল্টো দিকের স্টাম্পসের এলাকায় চলে গেলে বোলার, ব্যাটিংয়ের সমস্যা হতে পারে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের বিপক্ষে পাকিস্তানের টার্গেট ৩৩৭

ভারতের বিপক্ষে পাকিস্তানের টার্গেট ৩৩৭

প্রধানমন্ত্রীর পরামর্শ শুনেননি সরফরাজ

প্রধানমন্ত্রীর পরামর্শ শুনেননি সরফরাজ

বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ‘একপেশে’ ইতিহাস

বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ‘একপেশে’ ইতিহাস

ভারতের ম্যাচের আগে পিসিবির সিদ্ধান্তে ক্ষুদ্ধ ইউসুফ

ভারতের ম্যাচের আগে পিসিবির সিদ্ধান্তে ক্ষুদ্ধ ইউসুফ