এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সময়ে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে রবিবার (১৬জুন) ম্যানচেস্টারে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে এ রেকর্ড গড়েন ভারতীয় অধিনায়ক।
ত্রিশ বছর বয়সী এ তারকা ২২২ ইনিংসে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এ পথে তিনি ভেঙ্গে ফেলেন ভারতীয় লিজেন্ড শচিন টেন্ডুলকারের রেকর্ড। টেন্ডুলকার ১১ হাজার রান করেছিলেন ২৭৬ ইনিংসে।
বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যাওযার সময় নিজের ২৩০তম ওয়ানডেতে ৬২ বলে ৭১ রানে অপরাজিত ছিলেন কোহলি। ২০০৮ সালে শ্রীলংকার বিপক্ষে অভিষেক হওয়ার পর এটা ছিল তার ৯২তম হাফ সেঞ্চুরি।
ওল্ড ট্রাফোর্ডে ভারতীয় ইনিংসের ৪৫তম ওভারে পাকিস্তান পেসার হাসান আলীকে বাউন্ডারি হাকিয়ে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি।
ওয়ানডে ক্রিকেটে দ্রুত দশ হাজার রানের মাইলফলকটিও গত বছর স্পর্শ করেছেন কোহলি। দশ হাজার রানের এ অভিজাত ক্লাবে ভারতের তৃতীয় সদস্য তিনি।