দুর্বল আফগানিস্তানকে হারিয়ে অবশেষে বিশ্বকাপে জয়ের দেখা পেল দক্ষিণ আফ্রিকা। বল হাতের ইমরান তাহিরের ঘূর্ণিতে আফগানদের ১২৫ রানে আটকে দিয়ে ব্যাট হাতে ১১৬ বল হাতে রেখেই ৯ ইউকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
শনিবার (১৫ জুন) বিশ্বকাপের ২১তম এবং দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক অধিনায়ক ফাফ ডু প্লেসি সেই সিদ্ধান্তকে সফল করেন দক্ষিণ আফ্রিকার বলাররা। ৩৪.১ ওভারে আগানিস্তানকে মাত্র ১২৫ রানে অলআউট করে দক্ষিণ আফ্রিকা।
টস হেরে ব্যাট হাতে আফগানিস্তানের দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই এবং নুর আলী জাদরা দেখে-শুনে দলকে ভালো একটা শুরু এনে দেন। ৮.২ ওভারে দলীয় ৩৯ রানে ও ব্যক্তিগত ২২ রানে জাজাই আউট হলে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ২৩ বল মোকাবেলায় তিনটি বাউন্ডারিতে ২২ রান করে তিনি রাবাদার শিকার হন।
এরপর জাদরানের সঙ্গে রহমত শাহ জুটি বাঁধলেও তা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ক্রিস মরিস। ২২ বলে ৬ রান করা শাহ এলবিডব্লুর ফাঁদে পড়লে দলীয় ৫৬ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানরা। এরপরই আফগান শিবিরে আঘাত হানেন তাহির।
এক প্রান্ত আগলে রাখা জাদরান ব্যক্তিগত ৩২ রানে তাহিরের বোল্ড আউটের শিকার হলে ৬৯ রানে চার উইকেট হারায় আফগানিস্তান। ৫৮ বলে চার বাউন্ডিারিতে নিজের ইনিংসটি সাজন জাদরান। মূলত এরপর শেষ দিকে ‘ব্যাটসম্যান’ রশিদ খানের ৩৫ ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি।
৭৭ রানে ৭ উইকেট পড়ে গেলে আফগানিস্তানের একশ’ রান করাই কঠিন মনে হচ্ছিল। তবে ২৫ বল মোকাবেলায় ছয়টি বাউন্ডারি হাকিয়ে রশিদ তাহিরের চতুর্থ শিকারে পরিণত হলে দলীয় ১২৫ রানে নবম উইকেট হারায় উপমহাদেশের দলটি।
শেষ ব্যাটসম্যান হিসেবে হামিদ হাসন শূন্য রানে আউট হলে ৩৪.১ ওভারে ১২৫ রানেই গুটিয়ে যায় আফগানরা। ক্রিস মরিস ৬.১ ওভারে ১৩ রানে তিন এবং আন্দিলে ফেলুকুয়াও ৮ ওভারে ১৮ রানে নেন ২ উইকেট।
১২৬ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১টি উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার কুইন্টন ডি কক ৭২ বলে ৬৮ রান করে আউট হলেও অপর ওপেনার হাশিম আমলা ওয়ান ডাউনে নামা আন্দিল ফেহলুকাওয়োকে সঙ্গে নিয়ে জয় তুলে নেন।
হাশিম আমলা ৮৩ বল মোকাবেলা করে ৪১ রানে এবং আন্দিল ফেহলুকাওয়ো ১৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা হয়েছেন বল হাতে মাত্র ২৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেওয়া ইমরান তাহির।
এ জয়ে ২ পয়েন্ট এবং একটি পরিত্যক্ত ম্যাচের ১ পয়েন্ট নিয়ে মোট ৩ পয়েন্ট অর্জন করলো দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে বিশ্বকাপে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি আফগানিস্তান।