বিশ্বকাপে দ্বাদশ আসরের ২০তম ও দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ছন্দে থাকা বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় আজ (শনিবার) বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপে এটি উভয় দলেরই পঞ্চম ম্যাচ।
নিউজিল্যান্ডের কাছে এক ম্যাচে এবং দুই ম্যাচ বৃষ্টির কাছে হার মানা ভাগ্যহত শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়ে এবারের আসরের পয়েন্ট তালিকার শীর্ষ স্থান নিশ্চিত করতে চাইবে অস্ট্রেলিয়া। অন্যদিকে শ্রীলঙ্কাও ছেড়ে দেওয়ার দল নয়।
বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটের পরাজয় দিয়ে হতাশাজনকভাবে এবারের বিশ্বকাপ শুরু করে দিমুথ করুনারত্নের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা। এরপর আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া শ্রীলঙ্কা হার মানে বৃষ্টির কাছে। পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ১৯৯৬ বিশ্বকাপ জয়ী দলটিকে।
পক্ষান্তরে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কেবলমাত্র ভারতের বিপক্ষে একটি পরাজয় ছাড়া বাকি তিন ম্যাচেই জয়ী হয়েছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত পেশাদার পারফরমেন্স দিয়ে অসি দলটি যেন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে।
চার ম্যাচের ৩টিতে জয়ী হয়ে বর্তমানে পয়েনন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এক কথায় অসাধারণ পারফরমেন্স দুই হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করে ডেভিড ওয়ার্নার গতে দুই ম্যাচেই অস্ট্রেলিয়াকে তিনশ’র বেশি রান সংগ্রহে ভূমিকা রেখেছেন।
ধ্বংসাত্মক এ ওপেনারকে যদিও এখন পর্যন্ত তার আসল রূপে দেখা যায়ানি। বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর পাকিস্তানের বিপক্ষে প্রথম সেঞ্চুরির পর এখন আরও বেশি স্বাধীনভাবে খেলতে চাইবেই তিনি।
শেষ চার ইনিংসে দুই হাফ সেঞ্চুরি রয়েছে অধিনায়ক অ্যারন ফিঞ্চেরও। পাকিস্তানের বিপক্ষে গত ম্যাচে তিনি এবং ওয়ার্নার অস্ট্রেলিয়াকে দারুন একটা সূচনা এনে দিয়েছেন এবং শ্রীলঙ্কার বিপক্ষেও এ জুটি নিজেদের ফর্ম অব্যাহত রাখতে চাইবে।
তবে মানসম্মত পেস বোলিংয়ের বিপক্ষে অস্ট্রেলিয়াকে কিছুটা নরবড়ে মনে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৯ রানে তারা পাঁচ উইকেট হারিয়েছে। পাকিস্তান ও ভারতের বিপক্ষে টপ অর্ডার ভালো একটা সূচনা এনে দেয়ার পরও তাদের মিডল অর্ডারে তেমন একটা কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার এ দুর্বলতাকে কাজে লাগাতে চাইবে এটাই স্বাভাবিক।
এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে ইনজুরিতে পড়া পেসার নুয়ান প্রদীপ ফিট হয়ে শনিবারের ম্যাচে বোলিং লাইনকে আরও শক্তিশালী করবে আশা করছে শ্রীলঙ্কা। এছাড়া শাশুরির মৃত্যুতে দেশে যাওয়া অভিজ্ঞ পেসার লাসিথ মালিঙ্গাও ফিরছেন দলে।
অস্ট্রেলিয়া ধল
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, নাথান কালটার নাইল, মিচেল স্টার্ক, এডাম জাম্পা, জেসন বেহরেনডর্ফ, নাথান লিঁয়, শন মার্শ, কেন রিচার্ডসন।
শ্রীলঙ্কা দল
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), নুয়ান প্রদীপ, আবিস্কা ফার্নান্দো, লাহিরু থিরিমান্নে, কুসল পেরেরা, কুসল মেন্ডিজ, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, জীবন মেন্ডিজ, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল, মিলিন্দা সিরিবর্দেনে, জেফরে বান্দারসে।