ওয়েস্ট ইন্ডিজকে ২১২ রানে আটকে দিল ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৩ পিএম, ১৪ জুন ২০১৯
ওয়েস্ট ইন্ডিজকে ২১২ রানে আটকে দিল ইংল্যান্ড

ছবি : গেটি ইমেজ

ক্রিকেটের দ্বাদশ বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় স্কোর ৩৮৬ রান। ১০৬ রানে হেরে যাওয়া বাংলাদেশের বিপক্ষে এ রান করেছিল স্বাগতিক ইংল্যান্ড। সেই ইংল্যান্ডে বিপক্ষে মাত্র ২১২ রানে অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

শুক্রবার (১৪ জুন) টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিতে বল মাঠে নামে ইংল্যান্ড। ব্যাট হাতে ভালো করতে পারেননি ওপেনার এভিন লুইস ও ক্রিস গেইল। এভিল লুইস মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন। আর গেইল করেন ৪১ বলে ৩৬ রান। তার ছক্কার মার ছিল মাত্র একটি।

চতুর্থ ব্যাচটসম্যান হিসেবে মাঠে নামা নিকোলাস পুরান দলের পক্ষে সর্বোচ্চ রান করেন। ৭৮ বল মোকাবেলা করে ৬৩ রানে আউট হন তিনি। তার এ ৬৩ রানের ইনিংসে ৩টি চারের মারের সঙ্গে একটি ছক্কার মার রয়েছে।

নিকোলাস পুরান ছাড়া আর কেউ ব্যাট হাতে রানের চাকা সামনের দিকে এগিয়ে নিতে পারেননি। ইনজুরি থেকে ফিরে আইপিএল ব্যাটে-বলে ঝড় তোলা আন্দ্রে রাসেলও আউট হয়েছেন মাত্র ২১ রানে। ১৬ বল মোকাবেলা করে এক চার ও ২ ছক্কায় এ রান করেন রাসেল।

শেষের দিকে তিন ব্যাটম্যানের মধ্যে ওশানে থমাস ১১ বল মোকাবেলা করে শূন্য রানে অপরাজিত থাকেন। আর বাকি দু’জন শেনন গ্যাব্রিয়েল ও শেলডন কটরেল রানের খাতা খুলার আগেই সাজঘরে ফেরেন। ফলে ৪৪.৪ ওভারে অলআউট হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ২১২ রান।

ইংল্যান্ডের পক্ষে বল হাতে জোফরা আর্চার ও মার্ক উড ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া জো রুট ২টি এবং ক্রিস ওকস ও লিয়াম প্ল্যাঙ্কেট একটি করে উইকেট নেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, পয়েন্টের খাতা খুললো দক্ষিণ আফ্রিকা

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, পয়েন্টের খাতা খুললো দক্ষিণ আফ্রিকা

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া

সাকিবের সেঞ্চুরিতেও ইংল্যান্ডের বিপক্ষে শতরানের পরাজয়

সাকিবের সেঞ্চুরিতেও ইংল্যান্ডের বিপক্ষে শতরানের পরাজয়

বিশ্বকাপে রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড

বিশ্বকাপে রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড