ব্রিস্টলে বৃষ্টির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। ফলে লঙ্কানদের সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হয় টাইগারদের। সর্বশেষ বৃহস্পতিবারের ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
এদিকে বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে ব্রিস্টল থেকে টনটনে পৌঁছেছে মাশরাফি বাহিনী। সন্ধ্যার কিছু সময়ের জন্য বৃষ্টির দেখা মিললেও দিনের বেলা টনটনের আকাশে থাকছে সূর্য। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের পরবর্তি ম্যাচে বৃষ্টির আশঙ্কা খুবই কম।
আবহাওয়া পূর্বাভাস বলছে, আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী ১৭ জুন (সোমবার) টনটনে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টির হওয়ার সম্ভাবনা মাত্র ৩০ শতাংশ। তবে ঠান্ডা থাকবে বেশ।
টনটনের আবহাওয়া পূর্বাভাসের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ জুন (সোমবার) থেকে ইংল্যান্ডে বৃষ্টির প্রভাব কমে আসবে। ওই সময় তাপামাত্রাও বেড়ে যাবে। আর ২৩ জুনের পর বৃষ্টি প্রভাব না থাকার সম্ভাবনাই বেশি। অর্থাৎ, ২৩ জুনের পর বিশ্বকাপের বাকি ম্যাচগুলো বৃষ্টির বাধা ছাড়াই শেষ করা যাবে।
বৃহস্পতিবার (১২ জুন) ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও তার আগের দিন বুধবার টনটনে বৃষ্টি না থাকায় সূর্যের হাসিতে বেশ ভালোভাবেই পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ম্যাচটি শেষ হয়েছে। বিশ্বকাপের ১৭তম ওই ম্যাচে পাকিস্তানকে ৪১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।