বিশ্ব ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা সব সময়ই একটা শক্তিশালী দল। তবে দলটির গায়ে লেগে আছে ‘চোকার’ শব্দটি। এবারের আসরে এ পর্যন্ত বিশ্বকাপের চাপ সামলাতেই ধুকছে দলটি। তাই মেগা এ টুর্নামেন্টের অনন্য চাহিদার চাপ মানিয়ে নিতে নতুবা বিশ্বকাপ থেকে বিব্রতকর প্রস্থান করতে হবে বলে দলকে সতর্ক করেছেন ব্যাটিং কোচ ডেল বেঙ্কেনস্টেইন।
গত সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি বৃস্টির কারণে পরিত্যক্ত হওয়ার আগে নিজেদের প্রথম তিন ম্যাচেই পরাজয়ের স্বাদ নেয়া প্রোটিয়ারা বিশ্বকাপে নিজেদের সবচেয়ে খারাপ পারফরমেন্স থেকে বেড়িয়ে আসার চেস্টা করছে।
বাংলাদেশের বিপক্ষে পরাজয় দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর ইংল্যান্ড ও ভারতের কাছে লজ্জাস্করভাবে পরাজিত হয় ফাফ ডু প্লেসিসের দল।
নিজেদের পঞ্চম ম্যাচে আগামী শনিবার কার্ডিফে ‘পুচকে’ আফগানিস্তানের মোকাবেলা করার আগে ব্যাটিং কোচ বেঙ্কেস্টেইন বলেন, দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের অবশ্যই প্রতিটি ম্যাচে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি কিভাবে নিতে হয় তা শিখতে হবে।
টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দশটি দল রাউন্ড রবীন গ্রুপ পর্বে একে অপরের বিপক্ষে খেলবে। কিন্তু এ পর্যন্ত ইংল্যান্ড, বাংলাদেশ ও ভারতকে কোন প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিতেই ব্যর্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা। বেঙ্কেস্টেইন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টগুলোতে পার্থক্য হচ্ছে- নিয়মিত সিরিজগুলোতে আপনি একই প্রতিপক্ষের বিরুদ্ধে চার বা পাঁচ ম্যাচ খেলেন। সুতরাং ধীর গতিতে শুরুর একটা সুযোগ আছে, আপনি তাদের সম্পর্কে একটা ধারনা নিতে পারেন এবং এরপর তাদেরকে হারাতে পারেন। ’
তিনি আরো বলেন- ‘এখানে প্রতিটি দলের বিরুদ্ধে আপনি একটি করে ম্যাচ খেলছেন। প্রতিটি ম্যাচ আপনি খেলছেন ভিন্ন ভিন্ন উইকেটে এবং ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে। ‘সত্যিকারার্থেই আমি মনে করি সঠিক কিছু থেকে আমরা মাত্র এক ম্যাচ দূরে আছি। তারপরই আমাদের আত্মবিশ্বাসের লেবেল উর্ধ্ব মুখি হবে এবং হতে পারি সঠিক সময়ে আমরা জ্বলে উঠব।’
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে কোন ম্যাচ খেলেনি দক্ষিণ আফ্রিকা এবং অবশ্যই জয়ের ম্যাচ দিয়ে তাদের সেমিফাইনালের আশা ক্ষীন হলে বাঁচিয়ে রাখতে পারে। বিশেষ করে টুর্নামেন্টে এখন পর্যন্ত প্রোটিয়া দলের কোন ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা না পাওয়ায় বেঙ্কেস্টেইন তার ব্যাটিং লাইন আপকে আরো বেশি সময় ক্রিজে দেখতে চান।
তিনি বলেন, ‘বার্তা হচ্ছে ব্যাটসম্যানদের জ্বলে উঠতে হবে এবং এ পর্যন্ত আমরা তা পারছিনা।’
‘আমার মনে হয় আমরা যেন ভাল ব্যাটিং করছি। কিন্ত দীর্ঘ সময় সেটা পারছি না। প্রত্যেককে মাঠে নামতে হচ্ছে। শত রানের জুটি গড়ার এবং ম্যাচ জয়ের সুযোগ আমাদের ছিল। তবে আমরা সেটা করতে পারিনি। কখনো কখনো আমরা সে সঠিক ভারসাম্যটা পাইনা। মাথা নত করতে না হলে এবং ছিটকে পড়ার হাত থেকে রেহাই পেতে হলে হয়তো অতি দ্রুত আমাদের সেটা করতে চেস্টা করতে এবং মানিয়ে নিতে হবে।’