অশ্বিনের মতে এবারের বিশ্বকাপ শাসন করবে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৪ এএম, ১৩ জুন ২০১৯
অশ্বিনের মতে এবারের বিশ্বকাপ শাসন করবে ভারত

ছবি : গেটি ইমেজ

বিশ্বকাপের চলমান আসের নিজেদের প্রথম দুটি ম্যাচে অসাধারণ জয় পেয়েছে ভারত। বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি দক্ষিণ আফ্রিকা ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা।

ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের মতে ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে যেমন অস্ট্রেলিয়া আধিপত্য বিস্তার করেছে তেমনি এবার বিশ্বকাপ শাসন করবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। বলেন, ‘অস্ট্রেলিয়া যেমন ২০০৩ ও ২০০৭ সালের বিশ্বকাপে একক আধিপত্য বিস্তার করেছিল, তেমনি ভারতও শাসন করবে এবারের বিশ্বকাপ।’

তরুণ ক্রিকেটারদের সহায়তার জন্য নিজের জেন-নেক্সট ক্রিকেট ইনস্টিটিউট ‘অশ্বিন ফাউন্ডেশন’ এর উদ্বোধন করার পর তিনি এ মন্তব্য করেন। তামিল নাড়ুর এ ক্রিকেটার বলেন, ভারতের দুই স্পিনার যুজবেন্দ্রা চাহাল ও কুলদীপ যাদব এক সময় ভালো করবেন। বিশ্বকাপে ইতোমধ্যে ভালো পারফর্ম করেছেন চাহাল।

বর্তমান সময়ে অফ স্পিনারদের একাদশে গুরুত্ব দেয়া হচ্ছে না। অশ্বিনের মতে অচিরেই এমন পরিস্থিতির পরিবর্তন ঘটবে।বলেন, আমার মনে হয় বর্তমানে অফ স্পিন গুরুত্ব পাচ্ছে না। পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। ডানহাতি ক্রিকেটারের সংখ্যা বেশি হওয়ায় বাঁহাতি স্পিনারের প্রয়োজন রয়েছে।

অশ্বিন বলেন, সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে অফ স্পিনারের প্রয়োজনীয়তা হ্রাস পেয়েছে। তবে আপনি যদি আইপিএলের দিকে তাকান তাহলে দেখবেন হরভজন সিং ও আমি অফ স্পিন অপরিহার্য্যভাবে করতে পারিনি। এটি একটি উপলব্ধি এবং এর পরিবর্তন ঘটবে। যদি আপনি সুযোগ পান।

৩২ বছর বয়সী এ ক্রিকেটার জানান নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট মৌসুমের দ্বিতীয়ার্ধের খেলায় অংশ নিতে ২৩ জুন ইংল্যান্ড যাচ্ছেন। বলেন, কাউন্টি দল নটিংহ্যামে খেলার জন্য আমি ২৩ জুন ইংল্যান্ড যাচ্ছি। দেখা যাক সেটা কেমন হয়।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন যুবরাজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন যুবরাজ

ভারতীয় ব্যাটিং লাইনআপের শক্তি বোঝালেন টেন্ডুলকার

ভারতীয় ব্যাটিং লাইনআপের শক্তি বোঝালেন টেন্ডুলকার

বিরাট একা বিশ্বকাপ জেতাতে পারবে না : শচীন

বিরাট একা বিশ্বকাপ জেতাতে পারবে না : শচীন