বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। ফলে ৪ ম্যাচে ১টি জয়, ২টি হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ালো ৩। এদিকে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশ প্রকাশ করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বিশ্বকাপের ১৬তম ও নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী ছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে (স্থানীয় সময় ১টা ৫৭ মিনিটে) বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।
এতে হতাশা ঝরেছে মাশরাফির কণ্ঠে। টাইগার অধিনায়ক বলেন, ‘মাঠে আসার পর খেলতে না পারা সব দলের জন্যই হতাশাজনক। নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা জয়ের সুযোগ পেয়েছিলাম। ইংল্যান্ড ম্যাচে সুযোগ হয়নি। তবে আজকের দিনটা হতাশাজনক।’
বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ১৭ জুন। টনটনের ঐ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ঐ ম্যাচেও জয় ছাড়া কিছু ভাবতে পারছেন না মাশরাফি।
তিনি বলেন, ‘টনটন, খুব ছোট মাঠ। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না। আমাদের ভালো খেলার ও জয়ের কোনো বিকল্প নেই।’
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে ইনজুরিতে পড়ায় আজকের ম্যাচে সাকিব আল হাসানের খেলা নিয়ে সংশয় ছিল। তবে ম্যাচটি শেষ পর্যন্ত হয়নি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে সাকিব সুস্থ হয়ে যাবেন বলে আশাবাদী মাশরাফি। বলেন, ‘আমি মনে করি, সাকিব সুস্থ হয়ে উঠবে। সেরে ওঠার জন্য এখনও হাতে চার-পাঁচদিন সময় আছে।’