বৃষ্টিতে শুরু হয়নি বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১১ জুন ২০১৯
বৃষ্টিতে শুরু হয়নি বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ

বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচে হানা দিতে পারে বৃষ্টি, এমন পূর্বাভাস আগেই ছিল। সময় গড়িয়ে ম্যাচের নির্ধারিত সময়ে সেই পূর্বাভাসের সত্যতাও পাওয়া গেল।

নির্ধারিত সময় পার হলেও এখনো (বাংলাদেশ সময় ৩টা ৪০) শুরু হরা যায়নি ম্যাচ। জানাগেছে, স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে দুই আম্পায়ার মাঠ পরিদর্শন করে সিদ্ধান্ত নেবেন টস কখন হবে।

যদি বৃষ্টি থামে, তাহলে তো ঠিক আছে, বৃষ্টি চলতে থাকলে অপেক্ষাটা দীর্ঘদা আরও বাড়বে। বৃষ্টির কারণে বাংলাদেশ দল এখনো মাঠেই আসেনি। আবহাওয়ার অবস্থা বুঝে তারা হোটেল ছাড়বেন বলে জানা গেছে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৪০ মিনিট) হোটেল ছেড়ে মাঠে যাওয়ার কথা ছিল।

এদিকে ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে পয়েন্ট ভাগ হয়ে যাবে। যা বাংলাদেশের জন্য খুব একটা ভালো খবর নয়। বাংলাদেশ এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ১টিতে জয় পেয়ে ২ পয়েন্ট অর্জন করেছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

দল ও নিজের সমালোচনা নিয়ে জবাব দিলেন মাশরাফি

দল ও নিজের সমালোচনা নিয়ে জবাব দিলেন মাশরাফি

মাশরাফিকে ‘জাতীয় বীর’ বললো আইসিসি

মাশরাফিকে ‘জাতীয় বীর’ বললো আইসিসি

বিশ্বকাপের মঞ্চে সাকিবের প্রথম শতক

বিশ্বকাপের মঞ্চে সাকিবের প্রথম শতক

প্রথম বল থেকেই জয়ের জন্য খেলতে হবে : মাশরাফি

প্রথম বল থেকেই জয়ের জন্য খেলতে হবে : মাশরাফি