ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া দল অন্য কিছুই ভাবছে না বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিন সোমবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মাশরাফি।
টাইগার অধিনায়ক বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সূচনার পর নিউজিল্যান্ডের সাথে সমানতালে লড়াই করে হেরে গেছি আমরা। ইংল্যান্ডের সাথে আসলে আমরা ভালো খেলতে পারিনি। তাই ছেলেরা আবার ভালো খেলে জয়ের ধারায় ফিরতে মুখিয়ে আছে।’
মঙ্গলবার (১১ জুন) বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত বা হারলে চাপে পড়ে যাবে বাংলাদেশ দল। কারণ ৩ ম্যাচ শেষে ১টি জয় ও ২টি হারে মাত্র ২ পয়েন্ট সংগ্রহে আছে টাইগারদের। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে কি বাংলাদেশ চাপে আছে -এমন প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, ‘বিশ্বকাপে চাপ থাকবেই। সব ম্যাচেই চাপ আছে। চাপ নেই, তা বলবো না। তবে এই চাপ নিয়েই ভালো খেলতে হবে। প্রথম বল থেকেই জয়ের জন্য খেলতে হবে। আমরা জিতবোই তা বলতে পারব না। তবে সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করবো -এটা বলতে পারি।’
দলে সামান্য ইনজুরি রয়েছে বলেও জানান মাশরাফি। তবে গুরুতর কিছু নয় তাও জানিয়েছেন মাশরাফি, ‘দল ভালোই আছে। সবাই সুস্থ্য আছে। কিছু ছোটখাটো ইনজুরি তো থাকেই। আন্তর্জাতিক ক্রিকেটটা এমনই। এখানে ছোটখাটো ইনজুরি থাকেই। তা নিয়েই খেলতে হয়। আশা করি আগামীকালের (মঙ্গলবার) ম্যাচের আগে সবাই সুস্থ্য হয়ে মাঠে নামবে।’
গত তিন ম্যাচে ওপেনার তামিম ইকবালের ব্যাটে রান আসেনি। বিষয়টি নিয়ে এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, তামিম ভালো খেলে আমরা সবাই জানি। ও গত কয়েক ম্যাচে ভালো করতে পারেনি এটা সে নিজেও জানে। তাকে কিছু বরতে হবে এমন না। সবারই ভালো-খারাপ সময় যায়।
নিজের পারফরম নিয়ে মাশরাফি বলেন, আমি আমার খেলা সম্পর্কে জানি। আমি সব সময় দলের জয়ে ভূমিকা রাখতে চাই, ভালো খেলতে চাই। খারাপ খেলতে লোকে কি বললো সেটার চেয়ে আমি আমাকেই প্রশ্ন করি আমি কতটুকু খেলতে পেরেছি।
দলের খারাপ সময় নিয়ে সমালোচনার বিষয়ে টাইগার অধিনায়ক বলেন, সমলোচনা হবেই, খারাপ খেললে অনেকে অনেক কথা বলে। বাট আমি চাই এসব কথা যেন ড্রেসিং রুমে না যায়। এগুলো গেলে মনের ভেরত চাপ পড়বে। এর থেকে দূরে থেকে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে।