লেগ স্পিনার রশিদ খান বিশ্বকাপের পরবর্তী ম্যাচেই আফগানিস্তান দলে ফিরবেন বলে আশা প্রকাশ করেছে অধিনায়ক গুলবাদিন নাইব। একই সঙ্গে তিনি বলেন, আফগানী জনগণ এমনিতেই শক্তিশালী। এটি (রশিদের আঘাত) তাদের জন্য সামান্য ব্যাপার।
গত শনিবার টনটনে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে মাথায় গুরুতরভাবে আঘাত পান তিনি। লকি ফার্গুসনের বাউন্সি বল তার মাথায় আঘাত করায় ম্যাচে আর বল করতে পারেননি রশিদ। ম্যাচে কিউইদের কাছে ৭ উইকেটে হার মানে আফগানিস্তান।
বলটি রশিদ খানের হেলমেটে লেগে স্ট্যাম্পে আঘাত করে। ফলে আউট হয়ে যখন মাঠ ছাড়ছিলেন তখন বুঝাই যাচ্ছিল খুব একটা স্বস্তিতে নেই তিনি। পরবর্তীতে পরীক্ষার পর প্রথমিকভাবে নিশ্চিত হওয়া যায় যে, আফগান ওই তারকা আর ম্যাচটিতে খেলতে পারেবন না।
অধিনায়ক নাইব বলেন, রশিদ এখন কিছুটা সুস্থ বোধ করছেন। এখন তাকে ভালোভাবে সেরে ওঠার সুযোগ করে দিতে হবে। যাতে আগামী ১৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে আফগান দলের হয়ে তিনি মাঠে নামতে পারেন।
নাইব আরও বলেন, ‘তিনি (রশিদ) এখন অনেকটাই সুস্থ বোধ করছেন। ডাক্তার অবশ্য মাঠে যেতে নিষেধ করেছেন। তবে তিনি এখন যথেষ্ট সুস্থতা অনুভব করছেন। তার শুধু বিশ্রাম দরকার। আমাদের হাতেও বেশ কয়েকটা দিন রয়েছে। মানসিক প্রশান্তির জন্য তার যদি বিশ্রামের দরকার হয়, তাহলে তিনি সেটি পাবেন বলেন জানিয়েছেন ফিজিও।
আফগান অধিনায়ক আরও বলেন, পরবর্তী ম্যাচের আগে হাতে প্রায় এক সপ্তাহ সময় আছে। এখন তিনি যথেষ্ট ভালো অনুভব করছেন, বিশ্রাম নিচ্ছেন। তবে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে যেতে হবে। আফগানী জনগণ এমনিতেই শক্তিশালী। এটি তাদের জন্য সামান্য ব্যাপার।