সাকিবের সেঞ্চুরিতেও ইংল্যান্ডের বিপক্ষে শতরানের পরাজয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৬ এএম, ০৯ জুন ২০১৯
সাকিবের সেঞ্চুরিতেও ইংল্যান্ডের বিপক্ষে শতরানের পরাজয়

ছবি : গেটি ইমেজ

বিশ্বসেরা অররাউন্ডার সাকিব আল হাসানের সেঞ্চুরিতেও হার ঠেকাতে পারেনি বাংলাদেশ। ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ৩৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮০ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। ফলে ১০৬ রানের বড় ব্যবধানে পরাজয় বরণ করে বাংলাদেশ।

শনিবার (৮ জুন) ইংল্যান্ডের কার্ডিফে প্রথমে ব্যাট করে জেসন রয়ের সেঞ্চুরি, জস বাটলার ও জনি বেয়ারস্টোর জোড়া ফিফটিতে ৬ উইকেটে ৩৮৬ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড।

ম্যাচের লক্ষ্য পূরণে নেমে সাকিবের সেঞ্চুরির পরও ৪৮.৫ ওভারে ২৮০ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১২১ রান করেন সাকিব। এছাড়াও মুশফিকুর রহিম ৪৪ রান, মাহমুদউল্লাহ রিয়াদ ২৮ রান, মোসাদ্দেক হোসেন সৈকত ২৬ রান করেন । প্রতিপক্ষের জোফরা আর্চার ও বেন স্টোকস তিনটি করে উইকেট শিকার করেন।

বিশ্বকাপে এ আসরে বাংলাদেশের বিপক্ষে ৩৮৬ রান তুলে রেকর্ড গড়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের ইতিহাসে এটি ই ইংলিশদের দলীয় সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে ২০১১ সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৮ উইকেটে ৩৩৮ রান করেছিল ইংলিশরা।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। ১৯.১ ওভারে দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো ১২৮ রান করেন। এরপর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বলে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ক্যাচ আউট হন বেয়ারস্টো। ৫০ বলে ৬টি চারের সাহায্যে ৫১ রান করেন তিনি।

তৃতীয় অবস্থানে ব্যাটিংয়ে নামেন জো রুট। তার সঙ্গেও জুটি বেঁধে ৭৭ রান যোগ করেন জেসন রয়। এ জুটিতে সেঞ্চুরি করেন রয়। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের বলে বাউন্ডারি হাঁকানোর মধ্য দিয়ে ৯২তম বলে শতরানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

মিরাজের কৌশলী অফ স্পিনে বিভ্রান্ত হওয়ার আগে ১২১ বলে ১৪টি চার ও ৫টি ছক্কায় ১৫৩ রান করেন জেসন রয়। বিশ্বকাপে এটিই তার প্রথম সেঞ্চুরি। তবে ওয়ানডে ক্রিকেটে ৭৯তম ম্যাচে এটি তার নবম শতক।

চতুর্থ অবস্থানে ব্যাটিংয়ে নেমে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন জস বাটলার। আগের ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা ইংলিশ এ হার্ডহিটার ব্যাটসম্যান এ দিন ৩৩ বলে সংগ্রহ করেন ৫০ রান।

ইনিংসের শেষ অংশে ইংল্যান্ড অধিনায়ক ইয়ান মরগান ও ব্যাটিং তান্ডব চালান। তাকে ড্রেসিং রুমে ফেরান মিরাজ। তার অফস্পিন বলে সৌম্য সরকারের হাতে তালুবন্দি হওয়ার আগে ৩৩ বলে এক চার ও দুই ছক্কায় ৩৫ রান করেন মরগান।

সর্বশেষ ক্রিস ওকস এবং লিয়াম প্লাঙ্কেট ও রীতিমতো তাণ্ডব চালান। এসময় তাদের অবিচ্ছিন্ন ১৭ বলের ৪৫ রানের জুটিতে ৬ উইকেটে ৩৮৬ রান করে ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ৫০ ওভারে ৩৮৬/৬ (জেসন রয় ১৫৩, বাটলার ৬৪, জনি বেয়ারস্টো ৫১, মরগান ৩৫, প্লাঙ্কেট ২৭* জো রুট ২১; মিরাজ ২/৬৭, সাইফউদ্দিন ২/৭৮, মাশরাফি ১/৬৮, মোস্তাফিজ ১/৭৫)

বাংলাদেশ : ৪৮.৫ ওভারে ২৮০/১০ (সাকিব ১২১, মুশফিক ৪৪, মাহমুদউল্লাহ ২৮, মোসাদ্দেক ২৬; জোফরা ৩/২৯, বেন স্টোকস ৩/২৩, মার্ক উড ২/৫২)।

ফল : ইংল্যান্ড ১০৬ রানে জয়ী
ম্যাচ সেরা : জেসন রয় (ইংল্যান্ড)।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ আসরে সর্বোচ্চ রানের অধিকারী সাকিব

বিশ্বকাপ আসরে সর্বোচ্চ রানের অধিকারী সাকিব

বিশ্বকাপের মঞ্চে সাকিবের প্রথম শতক

বিশ্বকাপের মঞ্চে সাকিবের প্রথম শতক

বিশ্বকাপে কেউ স্পষ্ট ফেবারিট নয় : বোর্ডার

বিশ্বকাপে কেউ স্পষ্ট ফেবারিট নয় : বোর্ডার

বিশ্বকাপের চতুর্থ সেঞ্চুরিয়ান জেসন রয়

বিশ্বকাপের চতুর্থ সেঞ্চুরিয়ান জেসন রয়