বিশ্ব ক্রিকেট অংগনের বিভিন্ন রেকর্ড নিজের ঝুলিতে নিয়েছেন ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
আগের দুই ম্যাচে ৭৫ ও ৬৪ রান করা সাকিব শনিবার (৮ জুন) সেঞ্চুরি করেন। বিশ্বকাপ ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি। এই ম্যাচে ৯৫ বলে সেঞ্চুরি করেন সাকিব। বাংলাদেশ দলের হয়ে বিশ্বকাপে এটি দ্রুততম সেঞ্চুরি।
এর আগে মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেন । তিনি ইংল্যান্ডের বিপক্ষে ১৩০ বলে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ১১১ বলে আর শতরানে পৌঁছান।
শনিবার ইংলিশদের বিপক্ষে সাকিব ১১৯ বলে ১২টি চার ও একটি ছক্কার সাহায্যে ১২১ রান করে বেন স্টোকসের বলে বোল্ড হন । আর এই রান করার মধ্য দিয়ে এবারের বিশ্বকাপ আসরে তিন ম্যাচে সাকিবের সংগ্রহ ২৬০।
সেঞ্চুরি করার মধ্য দিয়ে জেসন রয় এবং জস বাটলারকে ছাড়িয়ে রান সংগ্রহের দিক থেকে শীর্ষে উঠে যান সাকিব ।
তিন ম্যাচে দুটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরিতে সাকিবের রান এখন ২৬০। এখনও পর্যন্ত ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।
এবারের বিশ্বকাপে শীর্ষ ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ইংলিশ ওপেনার জেসন রয়ের তিন ম্যাচে সংগ্রহ ২১৫ রান। একই পরিমাণ ম্যাচে আরেক ইংলিশ ক্রিকেটার জস বাটলারের সংগ্রহ ১৮৫।
এছাড়া যথাক্রমে ৪র্থ ও ৫ম স্থানে রয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট (১৭৯ রান) ও মুশফিকুর রহিম (১৪১ রান) । পরের অবস্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডোসেন (১২৩রান) এবং ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা (১২২রান) ।