বিশ্বকাপের মঞ্চে সাকিবের প্রথম শতক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫২ পিএম, ০৮ জুন ২০১৯
বিশ্বকাপের মঞ্চে সাকিবের প্রথম শতক

ছবি : গেটি ইমেজ

ক্রিকেটে ব্যাট-বল হাতে একের পর এক রেকর্ড গড়লেও বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরিটা অধরা ছিল সাকিব আল হাসানের। অবশেষে সেটিই ধরা দিল বিশ্বসেরা টাইগার অলরাউন্ডারের হাতে। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তুলে নিয়েছেন নিজের বিশ্বকাপ ইকিহাসের প্রথম সেঞ্চুরি।

বিশ্বসেরা এ অলরাউন্ডারের ক্রিকেট ক্যারিয়ার প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি হলেও চলমান বিশ্বকাপে এটি পঞ্চম সেঞ্চুরি। এর আগে আরও চারজন সেঞ্চুরি করেছেন। তারা হলেন- রুট, বাটলার, রোহিত ও জেসন রয়। রয় বাংলাদেশের বিপক্ষে একই ম্যাচে ১৫৩ রানে আউট হন।

শনিবার (৮ জুন) ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসের ৩৩তম ওভারে গতিময় বোলার জোফরা আর্চারের বলে সিঙ্গেল নেওয়ার মধ্য দিয়ে ৯৫ বলে শতরানের এ মাইলফলক স্পর্শ করেন সাকিব। সাকিবের শত রান করার সময় ৯টি চার ও এক ছক্কায় মার রয়েছে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ইংল্যান্ড ৩৮৬ রান সংগ্রহ করে। ফলে ৩৮৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন সাকিব আল হাসান। ইনিংসের শুরুতে মাত্র ৮ রানের ব্যবধানে সৌম্য সরকারের বিদায়ের পর তামিম ইকবালের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন।

দলীয় ৬৩ রানে সাজঘরে ফেরেন তামিম। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাঁধেন সাকিব। এ জুটিতেই ফিফটিতে পৌঁছান সাকিব। শেষ পর্যন্ত ১১৯ বলে ১২১ রান করে আউট হন সাকিব। এ সেঞ্চুরি ছাড়াও চলমান বিশ্বকাপে বাংলাদেশের গত দুই ম্যাচেও সাকিবের অর্ধশত রানের ইনিংস রয়েছে।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে সেঞ্চুরি হাকালেও বল হাতে সাবিক ছিলেন আজ অকেটাই নিরুপায়। ১০ ওভার বল করে ৭.১০ ইকোনমিক রেটে ৭১ রান দিলেও নামের পাশে কোন উইকেট যোগ করতে পারেননি।

এ ম্যাচের আগে ২০০টি ওয়ানডে ম্যাচ খেলে সাতটি সেঞ্চুরি করেছিলেন সাকিব। এছাড়া টেস্টের ৫৫ ম্যাচে পাঁচটি সেঞ্চুরি এবং ২৫টি ফিফটি রয়েছে বিশ্বসেরা এ অলরাউনন্ডারের। শনিবার সেঞ্চুরি করায় ওয়ানডে ও টেস্ট মিলে সাকিবের মোট সেঞ্চুরির সংখ্যা দাঁড়ালো ১৩টি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮টি চার ও এক ছক্কায় ৭৫ রান করেন সাকিব আল হাসান। একই ম্যাচে বল হাতে ১টি উইকেট শিকার করেন। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৮ বলে সাতটি চারের সাহায্যে করেন ৬৪ রান। বল হাতে শিকার করেন ৪৭ রানে দুই উইকেট।

বিশ্বসেরা এ অলরাউন্ডার ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রান করার পাশাপাশি ২৫২ উইকেট শিকার করেছেন। ওয়ানডে ক্রিকেটের এখন পর্যন্ত সাকিবের সর্বোচ্চ ইনিংস ১৩৪* রানের।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের চতুর্থ সেঞ্চুরিয়ান জেসন রয়

বিশ্বকাপের চতুর্থ সেঞ্চুরিয়ান জেসন রয়

বিশ্বকাপে কেউ স্পষ্ট ফেবারিট নয় : বোর্ডার

বিশ্বকাপে কেউ স্পষ্ট ফেবারিট নয় : বোর্ডার

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শাহজাদ

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শাহজাদ

বিশ্বকাপে অধিনায়ক মাশরাফির রেকর্ড

বিশ্বকাপে অধিনায়ক মাশরাফির রেকর্ড