কাডির্ফের সোফিয়া গার্ডেন্সে বিশ্বকাপের ১২তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৮৬ রান করেছে স্বাগতিক ইংল্যান্ড। বাংলাদেশকে পেয়ে নিজেদের ইতিহাসে ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়লো ইংলিশরা।
বাংলাদেশের বিপক্ষে এ ম্যাচের আগে বিশ্বকাপ মঞ্চে ইংল্যান্ডের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৮ রান। ২০১১ সালে ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে করেছিল ইংলিশরা। ঐ ম্যাচটি টাই হয়েছিল।
বিশ্বকাপের এ ম্যাচে রেকর্ড গড়লেও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান ইংল্যান্ডের। বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯১ রান। ২০০৫ সালে নটিংহামে ৪ উইকেটে ৩৯১ রান করেছিল ইংলিশরা।
৩৮৬ রানের রেকর্ড গড়া এ রানে ওপেনার জেসন রয় ১২১ বলে ১৫৩ রান করেছেন। রয় ছাড়াও আরেক ওপেনার জনি বেয়ারস্টো ৫০ বলে ৫১ এবং জস বাটলার ৪৪ বলে ৬৪ রান করেছেন। মূলত এ তিনজনের ব্যাটের উপর ভর করেই ইংল্যান্ড এ রেকর্ড গড়া রান করে।