বিশ্বকাপের ১৩তম ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে আফগানিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি আপাতত বন্ধ রয়েছে।
বিশ্বকাপের ম্যাচে বৃষ্টি বিড়ম্ভনা ছাড়ছে না। শুক্রবার (৭ জুন) পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ মাঠেই গড়াতে পারেনি। বৃষ্টি বিড়ম্ভনায় অবশেষে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
বিশ্বকাপের ত্রয়োদশ ও দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে আফগানিস্তানকে আগে ব্যাটিং করতে পাঠায় নিউজিল্যান্ড। টুর্নামেন্টে উভয় দলেরই এটা তৃতীয় ম্যাচ।
গত ম্যাচের দল থেকে বেশ কয়েটি পরিবর্তন এনে সেরা একাদশ সাজাতে হয়েছে আফগানিস্তানকে। ওপেনার মোহাম্মদ শাহজাদ ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করায় তার পরিবর্তে সুযোগ পাওয়া ইকরাম আলী খিল উইকেটরক্ষক হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন।
বিশ্রাম দেয়া হয়েছে দৌলত জাদরানকে। তার পরিবর্তে সুযোগ পেয়ছেন আফতাব আলম। শাহজাদের পরিবর্তে ওপেনার হিসেবে খেলবেন নুর আলী জাদরান।
আফগানিস্তান একাদশ
গুলবাদিন নাইব (অধিনায়ক), ইকরাম আলী খিল (উইকেটরক্ষক), হযরতউল্লা জাজাই, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, নজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, হামিদ হাসান, আফতাব আলম, নুর আলী জাদরান।
নিউজিল্যান্ড একাদশ
কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, কলিন মুনরো, রস টেইলর, টম লাথাম, জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন ট্রেন্ট বোল্ট।