বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলেছে ফেলেছে বাংলাদেশ। এক জয় ও এক পরাজয়ের পর শনিবার (৮ জুন) নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের সাথে খেলবে টাইগাররা।
ওভালে প্রথম দুই ম্যাচ খেলার পর এবার স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে কার্ডিফে। এ উপলক্ষে দুই দিন আগেই কার্ডিফে পৌঁছেছে মাশরাফিরা।
লন্ডন থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ জুন) বিকেল পৌনে পাঁচটার (বাংলাদেশ সময় রাত পৌনে ১০টা) দিকে কার্ডিফে পা রাখে বাংলাদেশ দল।
দ্বাদশ বিশ্বকাপের নিজেদের প্রথম প্রথম দুই ম্যাচ লন্ডনে খেলছে টাইগাররা। কেনিংটন ওভালে (দ্য ওভাল) প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে শুভ সূচনার পর গত বুধবার একই মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে লড়াই করে ২ উইকেটে হেরে গেছে।
লন্ডন মিশন শেষ করে এবার কার্ডিফ মিশন শুরু করছে বাংলাদেশ। ৮ জুন (শনিবার) কার্ডিফের সোফিয়া গার্ডেনে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
জানা গেছে, কার্ডিফে পৌঁছে টিম হোটেলে ওঠার পর সন্ধ্যা ৬টায় ওয়েলসে বাংলাদেশ হাইকমিশনের আমন্ত্রণে উপস্থিত হবেন মাশরাফি-সাকিবরা। এছাড়া আজ (বৃহস্পতিবার) অনুশীলন সেশন না থাকলেও স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগে শুক্রবার অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল।