ওয়েস্ট ইন্ডিজের বোলিং তোপে দিশেহারা অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৬ জুন ২০১৯
ওয়েস্ট ইন্ডিজের বোলিং তোপে দিশেহারা অস্ট্রেলিয়া

ছবি : গেটি ইমেজ

বিশ্বকাপের দশম ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। টস জিতে প্রথমে বোলিং বেছে নিয়ে অস্ট্রেলিয়া ব্যাটসম্যানদের চেপে ধরেছে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা।

ব্যাট করতে নেমে ২৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ভালো করতে পারেননি অস্ট্রেলিয়ার দুই ওপেনার। ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ ব্যর্থ হয়েছেন। তারা যথাক্রমে ৩ রান (৮ বল) ও ৬ রানে (১০ বল) সাজঘরে ফেরেন।

দুই ওপেনারকে হারানো পর ব্যাট হাতে দলের হাল ধরেন উসমান খাজা ও স্মিথ। স্টিভেন স্মিথ ব্যাট হাতে রানের চাকা সচল রাখলেও খাজা ফিরে গেছেন ব্যক্তিগত ১৩ রানে। ১৯ বল মোকাবেলা করে ২ চারে লম্বা ইনিংসের আভাস দিলেও তা আর হয়ে ওঠেনি।

খাজার পর ফিরে গেছেন আরও দুইজন। তারা হলেন গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিস। গ্লেন ম্যাক্সওয়েল ২ বল মোকাবেলা করে শূন্য রানে ফিরে গেলেও ২৩ বল খেলে ১৯ রান করেন মার্কাস স্টয়নিস।

পার্টনার হিসেবে গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিসকে হারিয়ে অস্ট্রেলিয়ার উইকেটকিপার আলেক্স ক্যারিকে নিয়ে দলের রানের চাকা সচল রেখেছেন স্মিথ।

অস্ট্রেলিয়া একাদশ
অ্যারোন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, আলেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, জ্যাসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, শেল্ডন কটরেল, ওশানে থমাস।



শেয়ার করুন :


আরও পড়ুন

জয়ের ধারা অব্যাহত রাখতে চায় অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ

জয়ের ধারা অব্যাহত রাখতে চায় অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ

ফিরেই অস্ট্রেলিয়াকে জেতালেন ওয়ার্নার

ফিরেই অস্ট্রেলিয়াকে জেতালেন ওয়ার্নার

দুয়োধ্বনি শুনতে হলো ওয়ার্নারকে

দুয়োধ্বনি শুনতে হলো ওয়ার্নারকে

কেন্দ্রীয় চুক্তিতে স্মিথ-ওয়ার্নার

কেন্দ্রীয় চুক্তিতে স্মিথ-ওয়ার্নার