স্টেডিয়ামে বাংলাদেশের সমর্থকদের দেখে বিস্মিত টেইলর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০৬ জুন ২০১৯
স্টেডিয়ামে বাংলাদেশের সমর্থকদের দেখে বিস্মিত টেইলর

বিশ্বকাপে বাংলাদেশের দুটি ম্যাচেই গ্যালারিতে ছিল টাইগার ভক্তদের উপচেপড়া ভিড়। গ্যালারিতে দর্শক দেখে কেউ বলতে পারবে না যে এটা বিদেশের কোন স্ট্যাডিয়াম। মনে হবে এটি মিরপুরের শেরে বাংলা স্ট্যাডিয়াম। এমনটাই মনে করছেন রস টেইলারও।

নিউজিল্যান্ড ও বাংলাদেশের ম্যাচে এতো বিপুলসংখ্যক দর্শক দেখে বিস্ময় প্রকাশ করেছেন রস টেইলর। নিরপেক্ষ ভেন্যুতে এতো দর্শক সমর্থন দেখে বিস্মিত ও মুগ্ধতার বিষয়টিও আড়াল করতে পারেননি তিনি।

বাংলাধেশের বিপক্ষে নিউজিল্যান্ডের জয়ের নায়ক বনে গিয়েছেন টেইলর। সেই নায়ক ম্যাচ শেষ তার প্রতিক্রিয়ায় বলেছেন, মনে হচ্ছে যেন ঢাকা কিংবা চট্টগ্রামে খেলছিলাম।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি জমিয়ে তোলার কৃতিত্বও বাংলাদেশকে দিয়েছের টেইলর। বলেন, দর্শক সমর্থন ছিল বাংলাদেশের বড় শক্তি।

টেইলর বলেন, ‘ম্যাচটি আরও আগে জিততে পারলে অবশ্যই ভালো লাগত আমাদের। তবে বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। তারা একদমই হাল ছাড়েনি। শেষ পর্যন্ত লড়ে গেছে। আর দর্শক যেভাবে ভূমিকা রেখেছে, যখন আমরা মাঠে ছিলাম, কখনও কখনও মনে হচ্ছিল যেন ঢাকা বা চট্টগ্রামে আছি। এ অভিজ্ঞতা ছিল দারুণ। আর এরকম উত্তেজনাপূর্ণ ম্যাচ টুর্নামেন্টের জন্যই ভালো।’

বাংলাদেশের বিপক্ষে জয়ের ম্যাচে টেইলরের ৮২ রানের ইনিংস জয় পেতে বড় ভূমিকা রেখেছে। অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে তার জুটির সময় এক পর্যায়ে মনে হচ্ছিল নিউজিল্যান্ড অনায়াসেই জিতে যাচ্ছে। পরে অবশ্য ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ২ উইকেটে জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

টেইলর বলেন, প্রথম ম্যাচে আমরা সহজেই জিতেছিলাম, আজকে চাপে পড়তে হয়েছে। আমার মনে হয়, আমরা দারুণ বোলিং করে লক্ষ্যের মধ্যে ওদের (বাংলাদেশ) আটকে রাখতে পেরেছিলাম। রান তাড়ায় আমরা জানতাম যে ৫০ ওভার ব্যাট করলেই জয়ের সম্ভাবনা বাড়বে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

লড়াই করেও হারলো বাংলাদেশ

লড়াই করেও হারলো বাংলাদেশ

ভালো খেলার সাথে ভাগ্যও দরকার : মাশরাফি

ভালো খেলার সাথে ভাগ্যও দরকার : মাশরাফি

যে ভুলের জন্য মুশফিককে নিয়ে এত সমালোচনা

যে ভুলের জন্য মুশফিককে নিয়ে এত সমালোচনা

২০০তম ম্যাচে সাকিবের ৬৪

২০০তম ম্যাচে সাকিবের ৬৪