মুশফিকের বাচ্চাসুলভ ভুলঃ শক্ত অবস্থানে নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৪ এএম, ০৬ জুন ২০১৯
মুশফিকের বাচ্চাসুলভ ভুলঃ শক্ত অবস্থানে নিউজিল্যান্ড

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

বাংলাদেশের ২৪৪ রানের জবাবে ব্যাট করছে নিউজিল্যান্ড। ইনিংসের দ্বাদশ ওভারের দ্বিতীয় বলের ঘটনা। একটু আগেই উইকেটে আসা রস টেলরের ডাকে সাড়া দিতে গিয়ে বিপদে পড়ে যান অধিনায়ক কেন উইলিয়ামসন।

মিড অফ থেকে তামিম ইকবালের থ্রো ধরে উইকেটরক্ষক মুশফিকুর রহীম যখন উইকেট ভেঙে দেন, তখনো পপিং ক্রিজের অনেক বাইরে উইলিয়ামসন।

ঘটনাটা হতে পারতো এমন। কিন্তু এখানেই টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহীম করে বসেন ভুল। তামিমের করা থ্রোটি সরাসরি ছিলো উইকেট বরাবরই। কিন্তু বাড়তি সতর্কতা নিতে গিয়ে স্ট্যাম্পের সামনে এসে বল ধরে উইকেট ভাঙতে যান মুশফিক। ঠিক তখন তার হাতে লেগে আগেই পড়ে যায় বেল।

যে কারণে পরে তিনি বল গ্লাভসে জমিয়ে উইকেট ভাঙলেও এবং কেন উইলিয়ামসন নিজের ক্রিসের অনেক বাইরে থাকলেও, বেঁচে যান রানআউট থেকে। আর এ জীবন কাজে লাগিয়ে নিজের দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছেন কিউই অধিনায়ক।

দ্বাদশ ওভারে যখন ঘটে এ ঘটনা, তখন ১৬ বল খেলে মাত্র ৮ রান করেছিলেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের রান তখন ১১ ওভার ২ বলে ২ উইকেটে ৬১ রান। উইলিয়ামসনের উইকেটটি তখন পড়লে স্কোরকার্ড রূপ নিতো ৩ উইকেটে ৬১ রানে। সেটি হয়নি মুশফিকের ভুলের কারণে।

যার ফলে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আর আউটই হননি উইলিয়ামসন, যোগ্য সঙ্গ দিচ্ছেন রস টেলরও। মাত্র ২৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০ ওভার শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ১৫৮ রান। উইলিয়ামসন ৩৯ এবং টেলর ৬৮ রান নিয়ে ব্যাট করছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

পথ হারাচ্ছে বাংলাদেশ

পথ হারাচ্ছে বাংলাদেশ

জয়ের জন্যই মাঠে নামবো : সৌম্য

জয়ের জন্যই মাঠে নামবো : সৌম্য

বিশ্বকাপে অধিনায়ক মাশরাফির রেকর্ড

বিশ্বকাপে অধিনায়ক মাশরাফির রেকর্ড

নিউজিল্যান্ডকে ২৪৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

নিউজিল্যান্ডকে ২৪৫ রানের টার্গেট দিল বাংলাদেশ