পথ হারাচ্ছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২০ এএম, ০৬ জুন ২০১৯
পথ হারাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড

আড়াইশ’র নিচের সংগ্রহ নিয়েও সাকিব আল হাসানের জোড়া আঘাতে যে আশার বীজটা বোনা যাচ্ছিল, সেটি ধূসর করে দিচ্ছে নিউজিল্যান্ড। উইলিয়ামসন ও টেলরের প্রতিরোধী জুটিতে বাংলাদেশকে পথ থেকে ছিটকে দিচ্ছে কিউইরা।

কেন উইলিয়ামসন ও রস টেলর ৯০ রান তুলে অবিচ্ছিন্ন আছেন। টেলর পেরিয়ে গেছেন ফিফটির কোটাও। তাতে জয় দূরেই সরে যাচ্ছে মাশরাফীদের থেকে।

শুরুতে ষষ্ঠ ওভারের প্রথম বলেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছিলেন সাকিব। মার্টিন গাপটিলকে ক্যাচ বানান তামিমের। ফেরার আগে মাত্র ১৪ বলে তিন চার ও এক ছক্কায় ২৫ রান করে যান কিউই ওপেনার।

আরেক ওপেনার কলিন মুনরোর সঙ্গে এগোচ্ছিলেন উইলিয়ামসন। জুটিতে কুড়ি রান তোলার পরই আবারও সাকিবের আঘাত। মুনরোর বুলেট শট ঝাপিয়ে পড়ে তালুবন্দী করেন মিরাজ। তিন চার ও এক ছক্কায় ৩২ বলে ২৪ রান করে যান এ ওপেনার।

নিউজিল্যান্ডকে চেপে ধরতে আরও একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেটি কাজে লাগাতে পারেননি মুশফিক। উইলিয়ামসনকে রানআউট করতে ব্যর্থ হন টাইগার উইকেটরক্ষক। দ্রুত রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে পড়েন টেলর ও উইলিয়ামসন। কুড়িয়ে তার দিকে থ্রো করলে বল হাতে জমানোর আগেই মুশির কনুইতে লেগে উইকেট ভেঙে যায়, বেঁচে যান কিউই অধিনায়ক।

এর আগে প্রথম ব্যাট করে চার বল বাকী থাকতে ২৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ।



শেয়ার করুন :


আরও পড়ুন

২০০তম ম্যাচে সাকিবের ৬৪

২০০তম ম্যাচে সাকিবের ৬৪

নিউজিল্যান্ডকে ২৪৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

নিউজিল্যান্ডকে ২৪৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

বিশ্বকাপে অধিনায়ক মাশরাফির রেকর্ড

বিশ্বকাপে অধিনায়ক মাশরাফির রেকর্ড

জয়ের জন্যই মাঠে নামবো : সৌম্য

জয়ের জন্যই মাঠে নামবো : সৌম্য