টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার আশঙ্কাই সত্য হলো। ওভালের যে স্টেডিয়ামে লেখা হচ্ছে সেখানে টস জিতলে প্রথমে বোলিং করতে বলে জানিয়েছিলেন মাশরাফি। কারণ, এখানে প্রথমে ব্যাট করা সহজ হবে না।
মাশরাফির সেই শঙ্কাই সত্য হলো। টস হেরে প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ২৪৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
টুর্নামেন্টের নবম ও দিনের দ্বিতীয় ম্যাচে ওভালে বাংলাদেশ ৪৯.২ ওভারে ২৪৪ রানে অল আউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন নিজের দুইশতম ওয়ানডে খেলতে নামা সাকিব আল হাসান।
নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি ৪৭ রানে ৪ উইকেট শিকার করেছেন।