২০০তম ম্যাচে সাকিবের ৬৪

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ০৫ জুন ২০১৯
২০০তম ম্যাচে সাকিবের ৬৪

ছবি : গেটি ইমেজ

বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ২শতম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের ২শতম ম্যাচে ব্যাট হাতে ৬৪ রান করেছেন সাকিব।

বুধবার (৫ জুন) বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে লাল-সবুজ জার্সিতে ২শতম ম্যাচ খেলার মাইলফলক অর্জন করলেন সাকিব। সাকিবের আগে বাংলাদেশের হয়ে ২শ ম্যাচ খেলেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও উইকেটরক্ষক-সাবেক দলপতি মুশফিকুর রহিম।

মাশরাফি ২০৮টি ও মুশফিক ২০৬টি ম্যাচ খেলেছেন। চলতি বিশ্বকাপে আর ছয়টি ম্যাচ খেললেই বাংলাদেশের হয়ে চতুর্থ খেলোয়াড় হিসেবে ২শ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওপেনার সৌম্য সরকার আউট হলে ওয়ান ডাউনে ব্যাট হাতে মাঠে নামেন সাকিব আল হাসান। ৬৮ বল মোকাবেলা করে ৬৪ রান সংগ্রহ করেন তিনি। সাকিবের এ রানে কোন ছয়ের মার না থাকলে ৭টি চারের রয়েছে।

এ ম্যাচের আগে ১৯৯ ম্যাচে ব্যাট হাতে ৭টি সেঞ্চুরি ও ৪৩টি হাফ-সেঞ্চুরিতে ৫৭৯২ রান ও বল হাতে ২৫০ উইকেট শিকার করেছেন তিনি। তার অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায় বাংলাদেশ।

ওই ম্যাচে ৭৫ রান ও ১ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন তিনি। ঐ ম্যাচে ২০০ উইকেট শিকারের কীর্তিও গড়েন সাকিব। ফলে দ্রুত ২০০ উইকেট ও ৫ হাজার রান করার বিশ্ব রেকর্র্ড গড়েন তিনি।

২০০ উইকেট ও ৫ হাজার রান করার মাইলফলক রয়েছে পাকিস্তানের আব্দুর রাজ্জাক-শহিদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস ও শ্রীলংকার সনাথ জয়সুরিয়ার। তবে সাকিবের মত এত দ্রুত ২০০ উইকেট ও ৫ হাজার রান করতে পারেননি রাজ্জাক-আফ্রিদি, ক্যালিস ও জয়সুরিয়া।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে একটি টিকিটের মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা!

বিশ্বকাপে একটি টিকিটের মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা!

বৃষ্টির ‘কল্যাণে’ শ্রীলঙ্কার জয়

বৃষ্টির ‘কল্যাণে’ শ্রীলঙ্কার জয়

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্টেইন

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্টেইন

এবার বাংলাদেশকে ধন্যবাদ দিল ম্যাককালাম

এবার বাংলাদেশকে ধন্যবাদ দিল ম্যাককালাম